লুইস স্টোন
লুইস শেপার্ড স্টোন (ইংরেজি: Lewis Shepard Stone; ১৫ নভেম্বর ১৮৭৯ – ১২ সেপ্টেম্বর ১৯৫৩) ছিলেন একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা। তিনি মেট্রো-গোল্ডউইন-মেয়ারের অ্যান্ডি হার্ডি চলচ্চিত্র ধারাবাহিক জজ জেমস হার্ডি চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। তিনি ১৯২৯ সালে দ্য প্যাট্রিয়ট চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি গ্রেটা গার্বোর বিপরীতে সাতটি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৫৩ সালে হলিউড ওয়াক অব ফেমে তার নামাঙ্কিত তারকা খচিত হয়।[1]
লুইস স্টোন | |
---|---|
Lewis Stone | |
![]() দ্য মুভিং পিকচার ওয়ার্ল্ড (১৯১৬) ছবিতে স্টোন | |
জন্ম | লুইস শেপার্ড স্টোন ১৫ নভেম্বর ১৮৭৯ ওরচেস্টার, ম্যাসাচুসেটস, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ১২ সেপ্টেম্বর ১৯৫৩ ৭৩) লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
পেশা | অভিনেতা |
কার্যকাল | ১৯১১-১৯৫৩ |
দাম্পত্য সঙ্গী | ফ্লোরেন্স বেল ম্যাকিম (মঞ্চনাম: ফ্লোরেন্স ওকলি) মার্গারেট ল্যাংহাম (বি. ১৯০৭; মৃ. ১৯১৭) হ্যাজেল এলিজাবেথ উফ (বি. ১৯৩০; মৃ. ১৯৫৩) |
সন্তান | ৩ |
জীবনী
স্টোন ১৮৭৯ সালের ১৫ই নভেম্বর ম্যাসাচুসেট্সের ওরচেস্টারে জন্মগ্রহণ করেন। তার পিতা বার্নার্ড স্টোন ও মাতা ফিলেনা হিল্ড বল। মাত্র ২০ বছর বয়সে লুইসের মাথার চুল পাক ধরে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হয়ে স্পেনীয়-মার্কিন যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ থেকে ফিরে তিনি লেখক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরে অভিনয় জীবন শুরু করেন।
তিনি ১৯২৯ সালে দ্য প্যাট্রিয়ট চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন, তবে তিনি শীর্ষ পারিশ্রমিক গ্রহীতা ছিলেন না। এই ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। পরবর্তীকালে তিনি গ্রেটা গার্বোর বিপরীতে সাতটি চলচ্চিত্রে অভিনয় করেন।
তথ্যসূত্র
- "Lewis Stone"। লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। ১৩ সেপ্টেম্বর ১৯৫৩। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে লুইস স্টোন
(ইংরেজি) - ইন্টারনেট মুভি ডেটাবেজে লুইস স্টোন
(ইংরেজি) - ফাইন্ড এ গ্রেইভে লুইস স্টোন
(ইংরেজি)