লাল লিপস্টিক

"লাল লিপস্টিক" ২০১৮ সালে আসন্ন মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী রোমাঞ্চকর চলচ্চিত্র আমি নেতা হবো এর একটি বাংলা আইটেম গান। গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় এবং গানটির সঙ্গীত পরিচালনা করেছেন আকাশ সেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন তৃষা চ্যাটার্জি এবং আকাশ সেন। এছাড়াও গানটির কাথা সাজিয়েছেন আকাশ।[1] মিউজিক ভিডিওতে ঠোট মিলিয়েছেন সুপারস্টার শাকিব খান এবং বিদ্যা সিনহা মীম[2][3][4][5][6] গানটিতে তানজিল আলম নির্দেশনা দিয়েছেন এবং রামিম রাজ প্রচ্ছদনা করেছেন।

"লাল লিপস্টিক"
গানটিতে ঠোট মিলিয়েছেন সুপারস্টার শাকিব খান এবং বিদ্যা সিনহা সাহা মীম
আমি নেতা হবো (অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র্যাক) অ্যালবাম থেকে
আকাশ এবং তৃষা চ্যাটার্জি কর্তৃক একক
ভাষাবাংলা
ইংরেজি শিরোনামলাল লিপস্টিক
মুক্তিপ্রাপ্ত১১ জানুয়ারি ২০১৮ (2018-01-11) (ভিডিও)
১১ জানুয়ারি ২০১৮ (2018-01-11) (একক)
বিন্যাসএকক সিডি, ডিজিটাল ডাউনলোড
ধারা
  • সাউন্ডট্র্যাক
  • বাংলা
  • বিশ্ব
দৈর্ঘ্য:৫৮
লেবেল
গান লেখকপ্রিয় চট্যোপাধ্যায়
সঙ্গীত রচয়িতাআকাশ
গীতিকারপ্রিয় চট্টোপাধ্যায়
প্রযোজকআকাশ
আমি নেতা হবো (অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র্যাক) track listing
  1. "লাল লিপস্টিক"
  2. "চুম্মা"
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "লাল লিপস্টিক"

সঙ্গীত ভিডিও
ইউটিউবে "লাল লিপস্টিক"

মুক্তিলাভ এবং প্রতিক্রিয়া

গানটি ২০১৮ সালের ১১ জানুয়ারি এসকে মিউজিকের ব্যানারে ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়।[7][8][9] গানটিতে দ্বৈত কণ্ঠে গান করেছেন তৃষা চ্যাটার্জি এবং আকাশ সেন। ঠোট মিলিয়েছেন শাকিব খান এবং বিদ্যা সিনহা মীম। ২০১৭ সালের ২৪ ও ২৫ সেপ্টেম্বর তারিখে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) তে মিউজিক ভিডিওটির দৃশ্যে ধারণ করা হয়।[10][11][12] গানটি দর্শক শ্রোতা এবং সমালোচকদের নিকট থেকে মিশ্র প্রতিক্রিয়া লাভ করে।

আরো দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.