আমি নেতা হবো

আমি নেতা হবো ২০১৮ সালে আসন্ন মুক্তিপ্রাপ্ত রোমান্টিক ধাঁচের হাস্যরস্যাত্মক চলচ্চিত্র যেটি পরিচালনা করেছেন উত্তম আকাশ এবং প্রযোজনা করেছেন সেলিম খান।[1][2][3] চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান এবং মিস্টি জান্নাত।[4][5][6][7][8][9][10] এছাড়াও ওমর সানি, মৌসুমী, কাজী হায়াত এবং সাদেক বাচ্চু সহ আরো অনেকে রয়েছেন। একটি বিশেষ আইটেম গান লাল লিপস্টিক-এ বিদ্যা সিনহা মীম রয়েছেন।[11][12][13][14][15] চলচ্চিত্রটি বাংলাদেশের প্রযোজনায় সংস্থা শাপলা মিডিয়া এবং ভারতীয় প্রযোজনায় সংস্থা এসকে মুভিজ এর ব্যানারে নির্মিত হয়েছে।[4]

আমি নেতা হবো
আমি নেতা হবো চলচ্চিত্রের অফিসিয়াল পোস্টার
পরিচালকউত্তম আকাশ
প্রযোজকসেলিম খান
শ্রেষ্ঠাংশে
সুরকারআকাশ
আলী আকরাম শুভ
প্রযোজনা
কোম্পানি
শাপলা মিডিয়া
এসকে মুভিজ
পরিবেশকশাপলা মিডিয়া
এসকে মুভিজ
মুক্তিফেব্রুয়ারী ২০১৮
দৈর্ঘ্য১৬০ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

এটি শাকিব-মীম জুটির দ্বিতীয় চলচ্চিত্র। এর পূর্বে ২০০৯ সালে আমার প্রাণের প্রিয়া চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়েছিলেন। বাণিজ্যিকভাবে চলচ্চিত্রটি ব্যবসাসফল হয়েছিল। চলচ্চিত্রটি ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।[16]

শ্রেষ্ঠাংশে

সাউন্ডট্র্যাক

আমি নেতা হবোর গানগুলি লিখেছেন ভারতীয় সঙ্গীত রচনাকার ও শিল্পী আকাশ এবং বাংলাদেশের আলী আকরাম শুভ।[17] চলচ্চিত্রটির প্রথম আইটেম গান "লাল লিপস্টিক" এর কথা লিখেছেন এবং কণ্ঠ দিয়েছেন আকাশ। এছাড়াও তৃষা চ্যাটার্জি সহ-শিল্পী হিসেবে দ্বৈত কণ্ঠ দিয়েছেন।[16] চলচ্চিত্রটির ২য় গান ২০১৮ সালের ২৮ জানুয়ারি এসকে মিউজিক এর ব্যানারে চুম্মা গানটি ইউটিউবে মুক্তি দেওয়া হয়। এছাড়াও ৩ গান আই অ্যাম ইন লাভ ১০ ফেব্রুয়ারী মুক্তি দেওয়া হয়।

আমি নেতা হবো (মূল মোশন পিকচার সাউন্ডট্র্যাক)
আকাশ এবং আলি আকরাম শুভ কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২০১৮
ঘরানাচলচ্চিত্রের গান
সঙ্গীত প্রকাশনীএসকে মিউজিক
প্রযোজক
  • আকাশ
  • আলী আকরাম শুভ

গান তালিকা

নং.শিরোনামগীতিকারসুরকারশিল্পীদৈর্ঘ্য
১."লাল লিপস্টিক"প্রিয় চট্টোপাধ্যায়আকাশতৃষা চ্যাটার্জি & আকাশ৩:২৯
২."চুম্মা"সুদীপ কুমার দ্বীপপ্রিতমপ্রিতম, জেমি ইয়াসমিন, বনি (র‌্যাপ)৩:২৪
৩."আই অ্যাম ইন লাভ"সুদীপ কুমার দ্বীপ শান৩:৫২
৪."ঘুরছি আজো পথে পথে"সুদীপ কুমার দ্বীপআলী আকরাম শুভজিনাত জাহান মুন্নি৪:২৫

তথ্যসূত্র

  1. "'আমি নেতা হব' নিয়ে বিদেশে শাকিব ও মিম - আলোকিত বাংলাদেশ"আলোকিত বাংলাদেশ
  2. "থমকে গেল 'আমি নেতা হবো'র শুটিং"
  3. Kantho, Kaler। "চাঁদপুরে আমি নেতা হবো - কালের কণ্ঠ"
  4. "Shakib Khan can act in 3 films of Shapla Media"। ২৩ জুলাই ২০১৭।
  5. Independent, The। "Mim pairs up with Shakib again for two films"
  6. "সেন্সরে যাচ্ছে শাকিব খানের 'আমি নেতা হবো'"
  7. "সেন্সরে জমা পড়েছে শাকিব-মিমের 'আমি নেতা হব'"
  8. "আগামী সপ্তাহের মধ্যে সেন্সরে যাচ্ছে 'আমি নেতা হবো'"। ২৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৮
  9. "print - Bhorer Kagoj"
  10. Independent, The। "Many Happy Returns to Mim"
  11. Pratidin, Bangladesh। "সেন্সরে যাচ্ছে 'আমি নেতা হবো' - বাংলাদেশ প্রতিদিন"
  12. TV, Ekushey। "ছাড়পত্র পেল 'আমি নেতা হবো'"
  13. daily-bangladesh.com। "সেন্সরে যাচ্ছে 'আমি নেতা হবো'"
  14. "No slowing down for Moushumi"। ২১ অক্টোবর ২০১৭।
  15. "'Banned' Shakib Khan's new film Ami Neta Hobo - Dhaka Tribune"www.dhakatribune.com
  16. ntv.com। "Mim dazzles in item song 'Lal Lipstick'"
  17. Shazu, Shah Alam (২০১৮-০১-১১)। "Mim and Shakib Khan shooting in Bangkok"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০১-১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.