সাদা কালো প্রেম
'সাদা কালো প্রেম' ২০১৯ সালে প্রকাশিত বাংলা ভাষায় রচিত, একটি চলচ্চিত্র সঙ্গীত। প্রণয়ধর্মী এই সঙ্গীত বা গানটি ১৮ অক্টোবর, ২০১৯ তারিখে মুক্তিপ্রাপ্ত ডনগিরি চলচ্চিত্রের জন্য রচিত এবং ব্যবহার হয়েছে। ডনগিরি চলচ্চিত্রটি প্রাথমিকভাবে সাদা-কালো প্রেম নামে নির্মিত হয়।[1] এই গানটি এই চলচ্চিত্রের শিরোনামীয় সঙ্গীত হিসেবে রচিত হয়। গীতিকার কবির বকুলের কথা এবং ইমন সাহার সুর ও সঙ্গীত পরিচালনায় এই গানে কন্ঠ দিয়েছেন সাবরিনা পড়শী[2] এবং ইমরান মাহমুদুল[3]
"সাদা কালো প্রেম" | ||
---|---|---|
![]() সাদা কালো প্রেম সঙ্গীতের ভিডিও প্রচ্ছদ | ||
'ডনগিরি' চলচ্চিত্র সঙ্গীত অ্যালবাম থেকে | ||
সাবরিনা পড়শী ও ইমরান মাহমুদুল কর্তৃক সঙ্গীত | ||
ভাষা | বাংলা | |
মুক্তিপ্রাপ্ত | ভিডিওঃ ১৩ অক্টোবর, ২০১৯ | |
বিন্যাস | মিউজিক ভিডিও | |
রেকর্ডকৃত | ১২-১৩ ফেব্রুয়ারি,২০১৬ | |
স্টুডিও | শ্রুতি রেকর্ডিং স্টুডিও | |
স্থান | মগবাজার, ঢাকা, বাংলাদেশ | |
ধারা | চলচ্চিত্র সঙ্গীত | |
দৈর্ঘ্য | ৪:৩৪ | |
লেবেল | লাইভ টেকনোলজিস | |
গান লেখক | কবির বকুল | |
সঙ্গীত রচয়িতা | ইমন সাহা | |
প্রযোজক | ইমন সাহা | |
সঙ্গীত ভিডিও | ||
ইউটিউবে "সাদা কালো প্রেম" |
সঙ্গীত ধারণ
সাদা-কালো প্রেম(পরবর্তীতে ডনগিরি নামে মুক্তিপ্রাপ্ত) চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানের পূর্বেই এই গানে গীতি রচনা ও সুর আরোপ করা হয়। কবির বকুল এই গানটি ‘নীলচে আকাশ, মেলছে ও চোখ’ শিরোনামে লিখেছিলেন। ১৩ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে মগবাজারের শ্রুতি রেকর্ডিং স্টুডিও-তে এই চলচ্চিত্রের মহরত, কলাকুশলী পরিচিতি এবং এই গানটি ধারণ করা হয়। মহরত অনুষ্ঠানের দিন সাবরিনা পড়শী ও মহরত অনুষ্ঠানের আগের দিন ইমরানের কন্ঠ ধারণ করা হয়। কন্ঠ ধারণের পর ইমন সাহা এই গানের সঙ্গীতায়োজন করেন।[3]
চিত্রগ্রহণ
সাভারের গলফ কোর্স, উত্তরার বর্ধিত অঞ্চলে এই গানের 'আউটডোর' দৃশ্য ধারণ করা হয়। এই গানের দৃশ্যায়নে বাপ্পি চৌধুরী ও এমিয়া এমি অভিনয় ও ঠোঁট মিলিয়েছেন। মাসুম বাবুল, সাইফ খান কালু ও হাবিব যৌথভাবে এই গান সহ ডনগিরি'র সকল গানের নৃত্য পরিচালনা করেন।[4]
মুক্তিলাভ
১৩ অক্টোবর, ২০১৯ তারিখে ডনগিরি চলচ্চিত্রের প্রচারণার অংশ হিসেবে এই গানটি 'লাইভ টেকনোলজিস'-এর ব্যানারে 'সাদা কালো প্রেম' শিরোনামে ইউটিউবে অবমুক্ত করা হয়।[5]
তথ্যসুত্র
- "মিলন বাপ্পির সঙ্গে এমিয়ার যাত্রা শুরু"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২১।
- "পড়শির সাদা কালো প্রেম"। archive.bbarta24.net। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২১।
- "শুরু হচ্ছে 'সাদা-কালো প্রেম'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২১।
- "অবশেষে 'ডনগিরি' আসছে প্রেক্ষাগৃহে"। somoynews.tv। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২১।
- "Sada Kalo Prem | Video Song | Bappy Chowdhury | Amiya Ami | Dongiri Bangla Movie 2019"।