চুম্মা (গান)

"চুম্মা" ২০১৮ সালে আসন্ন মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী রাজনৈতিক নাটকীয় চলচ্চিত্র আমি নেতা হবো-এর একটি বাংলা গান।[1][2][3][4][5][6] গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ ও সঙ্গীত পরিচালনা করেছেন আকাশ সেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম ও জেমি ইয়াসমিন। এছাড়া র‌্যাপ গানে কণ্ঠ দিয়েছেন বনি।[7][8] মিউজিক ভিডিওতে ঠোট মিলিয়েছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এবং বিদ্যা সিনহা মীম[9][10][11] এছাড়াও গানটিতে তানজিল আলম নির্দেশনা দিয়েছেন এবং রামিম রাজ প্রচ্ছদনা করেছেন, এর পূর্বে লাল লিপস্টিক গানে তারা একসাথে কাজ করেছিলেন।[12][13][14]

"চুম্মা"
গানটির কভার চিত্র, চিত্রনায়ক শাকিব খান এবং বিদ্যা সিনহা সাহা মীম ঠোট মিলিয়েছেন
চুম্মা (অরিজিনাল মশন পিকচার সাউন্ডট্র্যাক) অ্যালবাম থেকে
প্রীতম এবং জেমি ইয়াসমিন, এছাড়া র‌্যাপ গানে বনি কর্তৃক একক
ভাষাবাংলা
মুক্তিপ্রাপ্ত২৮ জানুয়ারি ২০১৮ (2018-01-28) (ভিডিও)
২৮ জানুয়ারি ২০১৮ (2018-01-28) (একক)
বিন্যাসসিডি একক, ডিজিটাল ডাউনলোড
ধারা
  • সাউন্ডট্র্যাক
  • ল্যাটিন
  • বিশ্ব
দৈর্ঘ্য:২৯
লেবেল
গান লেখকপ্রিয় চট্টোপাধ্যায়
সঙ্গীত রচয়িতাআকাশ
গীতিকারসুদীপ কুমার দীপ
প্রযোজকআকাশ
চুম্মা (অরিজিনাল মশন পিকচার সাউন্ডট্র্যাক) track listing
  1. "লাল লিপস্টিক"
  2. "চুম্মা"
সঙ্গীত ভিডিও
ইউটিউবে "চুম্মা"

মুক্তিলাভ এবং প্রতিক্রিয়া

প্রথম গান লাল লিপস্টিক মুক্তিলাভের পরে, দ্বিতীয় গানটি ২০১৮ সালের ২৮ জানুয়ারী এসকে মিউজিকের ব্যানারে মুক্তি দেওয়া হয়।.[15][16] গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতীয় সঙ্গীতশিল্পী প্রিতম এবং জেমি ইয়াসমিন। এছাড়াও র‌্যাপ গানে কণ্ঠ দিয়েছেন বনি। গানটিতে ঠোট মিলিয়েছেন সুপারস্টার শাকিব খান এবং বিদ্যা সিনহা মিম। গানটি ব্যাংককে চিত্রায়িত করা হয়। হারাবো তোকে গানটির পরে ভিডিওটি ইউটিউবে ব্যাপকভাবে জনপ্রিয়তা পায় এবং মাত্র ৩৬ ঘন্টার মধ্যে এটি ১ মিলিয়ন (১০ লক্ষ) বার ভিডিওটি দেখা বাংলা ভাষার দ্রুততম কোন গান হিসেবে মর্যাদা পায়।[17][18] গানটি শ্রোতাদের থেকে এবং সমালোচকদের নিকট থেকে প্রশংসা লাভ করে।[17][19][20]

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "ইউটিউবে শাকিব-মিমের 'চুম্মা' (ভিডিও)"
  2. BanglaNews24.com। "শাকিব-মিমের 'চুম্মা' (ভিডিও)"
  3. "শাকিব-মিমের 'চুম্মা' (ভিডিও) : - Poriborton"www.poriborton.com
  4. "শাকিব-মিমের চুম্মা নিয়ে হৈ চৈ (ভিডিও) - The BD Daily"thebddaily.com। ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮
  5. "১৮০ সেকেন্ডে শাকিবের ৩১ চুম্মা (ভিডিওসহ)"www.dainik-destiny.com। ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮
  6. "শাকিব-মিমের মোহনীয় 'চুম্মা' - Newsfeed Bd"। ২৯ জানুয়ারি ২০১৮।
  7. "নজর কেড়েছে শাকিব-মিমের 'চুম্মা' - বিনোদন - The Daily Ittefaq"
  8. "ঝড় তুললো শাকিব মীমের চুম্মা এবার ! (ভিডিও) - StarGolpo.com"। ২৮ জানুয়ারি ২০১৮। ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮
  9. "৩ মিনিটের গানে ৩১ বার 'চুম্মা' (ভিডিও) । বিনোদন"
  10. "ইউটিউবে শাকিব-মিমের 'চুম্মা' - banglatribune.com"
  11. Television, Jamuna (২৮ জানুয়ারি ২০১৮)। "প্রকাশ পেল শাকিব-মিমের 'চুম্মা'"। ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮
  12. "শাকিব-মিমের চুম্মা নিয়ে হৈ চৈ (ভিডিও)"। ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮
  13. Pratidin, Bangladesh। "শাকিব খান-মিমের 'চুম্মা' (ভিডিও) - বাংলাদেশ প্রতিদিন"
  14. "দেখেছেন শাকিব-মিমের 'চুম্মা'? (ভিডিও) - 24 Binodon BD"24binodonbd.com। ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮
  15. "নাচে গানে জমজমাট শাকিব-মিমের চুম্মা"
  16. "ঝড় তুলেছে শাকিব-মিমের 'চুম্মা'"
  17. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮
  18. "শাকিব-মিমের 'চুম্মা' দেড় দিনেই ১০ লাখ"www.71sangbad.com
  19. "শাকিব-মিমের চুম্মা নিয়ে হৈ চৈ (ভিডিওসহ)"। ২৯ জানুয়ারি ২০১৮।
  20. "১০ লাখ ছাড়িয়ে শাকিব-মিমের 'চুম্মা' (ভিডিও)"। ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.