লগ্নজিতা চক্রবর্তী

লগ্নজিতা চক্রবর্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় নেপথ্য গায়িকা।[1]

লগ্নজিতা চক্রবর্তী
জন্ম নামলগ্নজিতা চক্রবর্তী
উদ্ভবকলকাতা, ভারত
ধরনচলচ্চিত্র, বাংলা চলচ্চিত্র
পেশাগায়িকা, অভিনেতা
কার্যকাল২০১৪–বর্তমান

লগ্নজিতা চক্রবর্তী একজন তরুণী বাঙালি প্লেব্যাক সঙ্গীতশিল্পী। চলচ্চিত্র চতুষ্কোণ-এর ‘‘বসন্ত এসে গেছে’’[2](মহিলা সংস্করণ) নামে একটি আত্মবিশ্বাসী গানের মাধ্য দিয়ে তিনি খ্যাতি অর্জন করেন।তিনি কলকাতা শহরে কলকাতা পাঠ ভবন, পরে সেন্ট জেভিয়ের্স কলেজ-এর ছাত্রী ছিলেন।

অভিনয়

যদি বলো হ্যাঁ নামক একটি বাংলা চলচ্চিত্রে তিনি অভিনয় করেন, সহ-তারকা শ্রীনন্দা শঙ্কর-এর সঙ্গে। এই চলচ্চিত্রের অন্যান্য সদস্যরা হলেন- মীর, অনির্বাণ ভট্টাচার্য, সায়ান ও পৌলোমী বসু।

সঙ্গীত

গানবছরচলচ্চিত্রসুরকারতথ্য
বসন্ত এসে গেছে (মহিলা সংস্করন)২০১৪চতুষ্কোণঅনুপম রায়
সখী রঙ্গ কত বলও২০১৫রাজকাহিনীইন্দ্রদ্বীপ দাসগুপ্ত
এই ভাবে গল্প হোক২০১৬বিবাহ ডায়েরিসভ্য গুপ্ত
প্রজাপতি বিস্কুট শিরোনাম গান[3]২০১৭প্রজাপতি বিস্কুটঅনিন্দ্য চট্টোপাধ্যায়
যাক চুলোয় যাক[4]২০১৭মাইকেলইন্দ্রজিৎ দে
নূর জাহান শিরোনাম গান২০১৮নূর জাহানSavy
হৃয়য়ের রঙ[5]২০১৮ঘারে ও বাইরেঅনুপম রায়

চলচ্চিত্র

বছর চলচ্চিত্র চরিত্রের নাম তথ্য
২০১৪ জোদি বলো হ্যাঁ হোইমো

বিজ্ঞাপন

সম্প্রতি তিনি বাংলা সাহিত্যের সহকারী বাঙালি গায়ক সোমালতা আচার্য চৌধুরীর প্রিন্টে একটি বিজ্ঞাপন দেখেন। বিজ্ঞাপনটি হল রঙশোর শাড়ি, ওয়েব উপস্থিতি সহ একটি বুটিকি শৈলী দোকান।

তথ্যসূত্র

  1. "লগ্নজিতা চক্রবর্তী Archives - বাংলায় গানের কথা"। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭
  2. "বসন্ত এসে গেছে"আনন্দবাজার প্রত্রিকা। ২৬ জানুয়ারী ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭
  3. https://www.youtube.com/watch?v=eN1E5OrtIwI
  4. https://www.telegraphindia.com/entertainment/taam-michael-lives-it-up-with-music-and-mirth-183894
  5. https://www.youtube.com/watch?v=76QOT-1ryKI

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.