বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে [1] ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত অন্যাধারার বাংলা চলচ্চিত্র চতুষ্কোণের একটি গান। অনুপম রায় রচিত এবং তার সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন লগ্নজিতা চক্রবর্তী[2] (মহিলা কন্ঠে) ও অনুপম রায় (পুরুষ কন্ঠে)।
"বসন্ত এসে গেছে" | |
---|---|
চতুষ্কোণ অ্যালবাম থেকে | |
লগ্নজিতা চক্রবর্তী (মহিলা কন্ঠে) অনুপম রায় (পুরুষ কন্ঠে) কর্তৃক সাউন্ডট্র্যাক | |
বিন্যাস | সিডি, মিউজিক ডাউনলোড |
ধারা | চলচ্চিত্র |
দৈর্ঘ্য | ৪:৫৪ |
লেবেল | দাক ক্রিয়েটিভ মিডিয়া, রিলায়েন্স এন্টারটেনমেন্ট |
গান লেখক | অনুপম রায় |
সঙ্গীত রচয়িতা | অনুপম রায় |
গীতিকার | অনুপম রায় |
প্রযোজক | দাক ক্রিয়েটিভ মিডিয়া |
চতুষ্কোণ track listing | |
১
|
মুক্তি ও প্রতিক্রিয়া
‘‘বসন্ত এসে গেছে’’ গানটি ২০১৪ সালে মুক্তি পায়। এই গান মুক্তি পাওয়ার পর তুমুল জনপ্রিয়তা লাভ করে। অনুপম রায়ের সুরে ও লগ্নজিতা চক্রবর্তীর কন্ঠের গানটি দ্রুত সকলের মাঝে ছড়িয়ে পড়ে। এই গানের জন্য লগ্নজিতা চক্রবর্তী সকলের কাছে গায়িকা হিসাবে পরিচিতি পায়।
তথ্যসূত্র
- "বসন্ত এসে গেছে"। আনন্দবাজার প্রত্রিকা। ২৬ জানুয়ারী ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭।
- "লগ্নজিতা চক্রবর্তী Archives - বাংলায় গানের কথা"। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৭।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.