লক্ষ কোটি ডলারের ক্লাব
লক্ষ কোটি ডলারের ক্লাব বা ট্রিলিয়ন ডলার ক্লাব বিশ্বের প্রধান কিছু জাতীয় অর্থনীতির একটি অনানুষ্ঠানিক শ্রেণী, যাদের প্রত্যেকের স্থূল অভ্যন্তরীণ উৎপাদন তথা মোট জাতীয় আয় বছরে ১ লক্ষ কোটি মার্কিন ডলারের বেশি। ২০১৭ সালের উপাত্ত অনুযায়ী এরকম ১৬টি রাষ্ট্র আছে। এগুলি হল উত্তর আমেরিকা মহাদেশের রাষ্ট্র কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো, দক্ষিণ আমেরিকা মহাদেশের রাষ্ট্র ব্রাজিল, এশিয়া মহাদেশের রাষ্ট্র জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভারত ও ইন্দোনেশিয়া, ইউরোপ মহাদেশের রাষ্ট্র জার্মানি, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, স্পেন ও রাশিয়া এবং ওশেনিয়ার রাষ্ট্র অস্ট্রেলিয়া।[1][2]
১৯৮০-র দশকের শুরুর দিকে বিশ্বের মাত্র দুইটি রাষ্ট্র লক্ষ কোটি ডলার ক্লাবের সদস্য ছিল: মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। ১৯৮০-র দশকের শেষে এসে জাপান, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও ইতালি এই দলে যোগ দেয়। কিন্তু সোভিয়েত ইউনিয়নের অর্থনীতিতে মন্দা শুরু হলে সেটি দল থেকে বের হয়ে যায়। ১৯৯০-এর দশকে একটিমাত্র রাষ্ট্র এই দলে যোগ দেয় : চীন। ২০০৪ সালে কানাডা ও স্পেন এবং ২০০৬-২০০৮ সালের মধ্যে রাশিয়া, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, ভারত ও অস্ট্রেলিয়াও এই দলে আগমন করে। ২০১০-এর দশকে এসে ২০১৭ সালে ইন্দোনেশিয়া সর্বশেষ রাষ্ট্র হিসেবে লক্ষ কোটি ডলারের ক্লাবে অন্তর্ভুক্ত হয়েছে। ভবিষ্যতে নেদারল্যান্ডস ও তুরস্কের যোগ দেওয়ার সম্ভাবনা আছে।[2] এদের বাইরে সৌদি আরব (১৯তম) ও সুইজারল্যান্ড (২০তম) বিশ্বের বৃহত্তম ২০টি অর্থনীতির মধ্যে স্থান পেয়েছে।[1]
উল্লেখ্য যে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি এতই বৃহৎ যে এর চারটি অঙ্গরাজ্যের রাজ্য অর্থনীতির আকার ১ লক্ষ কোটি ডলারের বেশি। এগুলি হল ক্যালিফোর্নিয়া (৩ লক্ষ কোটি ডলার), টেক্সাস (১.৮ লক্ষ কোটি ডলার), নিউ ইয়র্ক (১.৭ লক্ষ কোটি ডলার) ও ফ্লোরিডা (১ লক্ষ কোটি ডলার)। অনুরূপে চীনের তিনটি প্রদেশ কুয়াংতুং (১.৪৭ লক্ষ কোটি ডলার), চিয়াংসু (১.৩৯ লক্ষ কোটি ডলার) ও শানতুং (১.১৫ লক্ষ কোটি ডলার) প্রদেশগুলির প্রাদেশিক অর্থনীতির আকার ১ লক্ষ কোটি মার্কিন ডলারের বেশি।
সারণি
রাষ্ট্র | অর্থনীতির আয়তন (২০১৭) (লক্ষ কোটি মার্কিন ডলারে)[1] |
---|---|
মার্কিন যুক্তরাষ্ট্র | ১৯.৩৯ |
গণচীন | ১২.০১ |
জাপান | ৪.৮৭ |
জার্মানি | ৩.৬৮ |
যুক্তরাজ্য | ২.৬২ |
ভারত | ২.৬১ |
ফ্রান্স | ২.৫৮ |
ব্রাজিল | ২.০৫ |
ইতালি | ১.৯৩ |
কানাডা | ১.৬৫ |
দক্ষিণ কোরিয়া | ১.৫৩ |
রাশিয়া | ১.৫২ |
অস্ট্রেলিয়া | ১.৩৮ |
স্পেন | ১.৩১ |
মেক্সিকো | ১.১৫ |
ইন্দোনেশিয়া | ১.০১ |
তথ্যসূত্র
- Caleb Silber (জুন ৭, ২০১৯), Top 20 Economies in the World: Ranking the "Richest" Countries in the World
- Bruce D. Jones (২০১৪), Still Ours to Lead: America, Rising Powers, and the Tension between Rivalry and Restraint, Brookings Institution Press, পৃষ্ঠা 40-41