রজওয়েল, নিউ মেক্সিকো

রজওয়েল হলো আমেরিকার, নিউ মেক্সিকোর, চাভেস কাউন্টির একটি প্রধান শহর।[1] এটি আলবুকারকের ৩০০ কি.মি. দক্ষিণ-পূর্ব অবস্থিত। শহরটি জনগণ হিসেবে নিউ মেক্সিকোতে পঞ্চম স্থানে দাঁড়ায় আছে।

রজওয়েল শহর
শহর

পতাকা
স্থানাঙ্ক: ৩৩°২৩′১৪″ উত্তর ১০৪°৩১′৪১″ পশ্চিম
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
রাষ্ট্রনিউ মেক্সিকো
জেলাচাভেস
সরকার
  মেয়রসেম লাগ্রোন
আয়তন
  মোট২৯.০ বর্গমাইল (৭৫.০ কিমি)
  স্থলভাগ৭৮.৯ বর্গমাইল (৭৫.০ কিমি)
  জলভাগ০.০৪ বর্গমাইল (০.১ কিমি)
উচ্চতা৩৫৭৩ ফুট (১০৮৯ মিটার)
জনসংখ্যা (২০০০)
  মোট৪৫,২৯৩
সময় অঞ্চলপর্বত (ইউটিসি-৭)
  গ্রীষ্মকালীন (দিসস)ডিএসটি (ইউটিসি-৬)
পোষ্ট কোড৮৮২০১-৮৮২০৩
এলাকা কোড৫৭৫
FIPS Code৩৫-৬৪৯৩০
GNIS বৈশিষ্ট্য ID০৮৯৪১৭১
ওয়েবসাইটরোসওয়েল শহরের সরকারি ওয়েবসাইট

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "নাকো" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ জুন ২০০৮ তারিখে, জাতীয় কাউন্টির সমিতি।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.