রূপসা এক্সপ্রেস
রূপসা এক্সপ্রেস (ট্রেন নম্বর- ৭২৭/৭২৮) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত খুলনা থেকে চিলাহাটি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। এটি একটি জনপ্রিয় ও বিলাসবহুল আন্তঃনগর ট্রেন। রূপসা এক্সপ্রেস ছাড়াও খুলনা চিলাহাটি রুটে সীমান্ত এক্সপ্রেস চলাচল করে।
রূপসা এক্সপ্রেস | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
পরিষেবা ধরন | আন্তঃনগর |
অবস্থা | পরিচালিত হচ্ছে |
প্রথম পরিষেবা | ৫ মে ১৯৮৬ |
বর্তমান পরিচালক | পশ্চিমাঞ্চল রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | খুলনা রেলওয়ে স্টেশন |
বিরতি | ২০টি স্টেশনে |
শেষ | চিলাহাটি রেলওয়ে স্টেশন |
ভ্রমণ দূরত্ব | ৪৪৬ কিলোমিটার (২৭৭ মাইল) |
যাত্রার গড় সময় | ১০ ঘণ্টা |
পরিষেবার হার | সপ্তাহে ৬ দিন (বৃহস্পতিবার বন্ধ) |
রেল নং | ৭২৭/৭২৮ |
যাত্রাপথের সেবা | |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | আছে |
খাদ্য সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ব্রডগেজে |
ইতিহাস
বাংলাদেশে যে কয়েকটি দীর্ঘ রেল রুট রয়েছে তার মধ্যে খুলনা চিলাহাটি অন্যতম। ব্রডগেজে চলাচলকারী রুপসা এক্সপ্রেস উদ্বোধন হয় ৫ই মে ১৯৮৬ খ্রিস্টাব্দে।
বিরতিস্থান
রুপসা এক্সপ্রেস নিম্নলিখিত স্টেশনে যাত্রাবিরতি দেয়:
- যশোর রেলওয়ে স্টেশন
- কোট চাদঁপুর স্টেশন
- দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন
- চূয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন
- আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন
- পোড়াদহ রেলওয়ে স্টেশন
- ভেড়ামারা রেলওয়ে স্টেশন
- পাকশি রেলওয়ে স্টেশন
- ঈশ্বরদী রেলওয়ে স্টেশন
- নাটোর রেলওয়ে স্টেশন
- আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন
- সান্তাহার রেলওয়ে স্টেশন
- আক্কেলপুর রেলওয়ে স্টেশন
- জয়পুরহাট রেলওয়ে স্টেশন
- বিরামপুর রেলওয়ে স্টেশন
- ফুলবাড়ি রেলওয়ে স্টেশন
- পার্বতীপুর রেলওয়ে স্টেশন
- সৈয়দপুর রেলওয়ে স্টেশন
- নীলফামারী রেলওয়ে স্টেশন
- ডোমার রেলওয়ে স্টেশন
সময়সূচী
এটি খুলনা থেকে ছাড়ে সকাল ৭ টা ১৫ মিনিটে চিলাহাটি পৌছায় বিকাল ৫টায়। চিলাহাটি থেকে ছাড়ে সকাল ৮টায় খুলনা পৌছায় বিকাল ৫টা ৪০ মিনিটে।
তথ্যসূত্র
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.