রিয়াজউদ্দীন
রিয়াজউদ্দীন (উর্দু: ریاض الدین; জন্ম: ১৫ ডিসেম্বর, ১৯৫৮ - মৃত্যু: ১১ জুন, ২০১৯) করাচীতে জন্মগ্রহণকারী প্রথিতযশা পাকিস্তানী আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার ছিলেন। ১৯৯০ থেকে ২০০২ সময়কালে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলা পরিচালনা করেছিলেন তিনি।[1]
![]() | |
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | রিয়াজউদ্দীন |
জন্ম | করাচী, পাকিস্তান | ১৫ ডিসেম্বর ১৯৫৮
মৃত্যু | ১১ জুন ২০১৯ ৬০) করাচী, পাকিস্তান | (বয়স
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি |
বোলিংয়ের ধরন | ডানহাতি অফ ব্রেক |
ভূমিকা | আম্পায়ার |
আম্পায়ারিং তথ্য | |
টেস্ট আম্পায়ার | ১২ (১৯৯০–২০০২) |
ওডিআই আম্পায়ার | ১২ (১৯৯০–২০০০) |
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১০ সেপ্টেম্বর, ২০১৯ |
আম্পায়ার
সমগ্র খেলোয়াড়ী জীবনে ১২টি টেস্ট ও ১২টি একদিনের আন্তর্জাতিক খেলায় আম্পায়ারিত্ব করেন। ১৫ নভেম্বর, ১৯৯০ তারিখে করাচীতে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট খেলার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার জীবন শুরু করেন। ৩১ জানুয়ারি, ২০০২ তারিখে শারজায় ঐ একই দলগুলোর মধ্যকার সর্বশেষ খেলা পরিচালনা করেছিলেন তিনি। এছাড়াও, ২০১০-১১ মৌসুমে করাচীতে অনুষ্ঠিত কায়েদ-ই-আজম ট্রফিতে হাবিব ব্যাংক লিমিটেড বনাম পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজের মধ্যকার চূড়ান্ত খেলা পরিচালনা করেছিলেন তিনি।[2]
১১ জুন, ২০১৯ তারিখে ৬০ বছর বয়সে হৃদযন্ত্রক্রীয়ায় আক্রান্ত হয়ে করাচী এলাকায় রিয়াজউদ্দীনের দেহাবসান ঘটে।[3]
তথ্যসূত্র
- "Riazuddin"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৩।
- "Quaid-e-Azam Trophy Division One, Final: Habib Bank Limited v Pakistan International Airlines at Karachi, Jan 13-17, 2011"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৬।
- "Former Test umpire Riazuddin dies"। The News। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৯।