রিঙ্কু রাজগুরু

রিঙ্কু রাজগুরু একজন মারাঠি চলচ্চিত্র অভিনেত্রী। তার প্রথম এবং অন্যতম চলচ্চিত্র সৈরাট এর মাধ্যমে তিনি পরিচিতি পান। [1][2] সৈরাট চলচ্চিত্রে তাকে দেখা গিয়েছে নবাগত আকাশ থোসার এর সাথে। [3] সে বর্তমানে জিজামাতা কন্যা প্রশালা বিদ্যালয়ে ১০ম শ্রেনীতে পড়ে। [4][5] সে চলচ্চিত্রটির পরিচালক নাগরাজ মাঞ্জুলে এর সাথে দেখা করে ২০১৩ সালে এবং নাগরাজ তাকে চলচ্চিত্রটির অডিশন দেওয়ার কথা বলে। রিঙ্কু সৈরাট চলচ্চিত্রে অভিনয়ের জন্য ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার এ বিশেষ উল্লেখে পুরষ্কার পায় । [6][7]

রিঙ্কু রাজগুরু
মারাঠি: रिंकू राजगुरू
জন্ম
রিঙ্কু রাজগুরু

(2001-06-03) জুন ৩, ২০০১
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
কার্যকাল২০১৬-বর্তমান

চলচ্চিত্র তালিকা

বছর চলচ্চিত্র চরিত্র ভাষা টিকা উৎস
২০১৬ সাইরাত আর্চনা পাটিল (আর্চি) মারাঠি জয়ী বিশেষ উল্লেখে(ফিচার ফিল্ম) ৬৩ তম জাতীয় চলচিত্র পুরষ্কার এ ।

ছোট পর্দায় উপস্থিতি

  • চালা হাওয়া ইয়ু দিয়া তে স্বভূমিকায়
  • দ্যা কাপিল শর্মা শো তে স্বভূমিকায়
  • সো ইউ থিনক ইউ ক্যান ডান্স এ স্বভূমিকায়

পুরস্কার

  • ৬৩ তম জাতীয় চলচিত্র পুরষ্কার বিশেষ উল্লেখে(ফিচার ফিল্ম) সৈরাট চলচ্চিত্রের জন্য।

References


টেমপ্লেট:India-film-actor-stub

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.