রামকৃষ্ণ মিশন সেবাশ্রম
রামকৃষ্ণ মিশন সেবাশ্রম রামকৃষ্ণ মঠের একটি শাখা এবং রামকৃষ্ণ মিশন নীতিবাক্য মানুষের মধ্যেই ঈশ্বর ভিত্তি করে দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের মানবিক, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ত্রাণসামগ্রী প্রদানের ক্ষেত্রে জড়িত। স্বামী বিবেকানন্দ দ্বারা প্রচারিত আত্মতত্ত্ব, আত্মমানো মোকারার্থম জগৎ হিতৈ চাঁয়ের বাণীতে সেবাশ্রম পরিচালিত হয়।[1]
সেবাশ্রমের তালিকা
প্রাচীনতম সেবাশ্রমটি ১৯০০[2] সালে স্বামী বিবেকানন্দের দুই মঠ শিষ্য কেদারনাথ মল্লিক (স্বামী অচলানন্দ) এবং চারুচন্দ্র দাস (স্বামী সুবহানন্দ) কর্তৃক প্রতিষ্ঠিত বারাণসীতে রামকৃষ্ণ মিশন হোম সার্ভিস, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, কনখল প্রতিষ্ঠিত হয়। ১৯০১ [3] সালে স্বামী বিবেকানন্দের দুটি মঠ শিষ্য স্বামী কল্যাণানন্দ এবং স্বামী নিশয়ানন্দ, বৃন্দাবনে রামকৃষ্ণ মিশন সেবশ্রম, ১৯০৭ [4] সালে বেলুড় মঠের ব্রাহ্মণকর হারেন্দ্র নাথ, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, এলাহাবাদ ১৯১[5] খ্রিষ্টাব্দে স্বামীবিজ্ঞানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত।

পরবর্তীকালে অন্যান্য কেন্দ্রগুলি বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছিল- আসামে
- রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, শিলচর, আসাম
- রামকৃষ্ণ মিশন সেবাশ্রম মুজাফফরপুর, বিহার
- রামকৃষ্ণ মিশন টি.বি সানটরেটেড, রাঁচী
- রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, কালিকট
- রামকৃষ্ণ মিশন সেবাশ্রম লখনউ
- রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, বাঁকুড়া
- রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, কাঁথি
- রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, গড়বেতা
- রামকৃষ্ণ মিশন সরদার সেবাশ্রম, জয়মবতি,
- রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, কলকাতা এবং
- রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, তমলুক[6]
বাংলাদেশের কেন্দ্রগুলি হলো- ঢাকা (১৮৯৯ সালে প্রতিষ্ঠিত), বরিশাল (১৯০৪), নারায়ণগঞ্জ (১৯০৯), মানিকগঞ্জ (১৯১০), সিলেট (১৯১৬), চট্টগ্রাম (১৯২১), ফরিদপুর (১৯২১), হবিগঞ্জ (১৯২১), ময়মনসিংহ (১৯২২), দিনাজপুর (১৯২৩), বাগেরহাট (১৯২৬), কুমিল্লা (১৯৩৬)। [7][8][9]
কার্যক্রম পরিচালনা
সমস্ত সেবাশ্রম দ্বারা পরিচালিত প্রাথমিক কাজ দরিদ্র ও অভাবিতদের জন্য প্রাথমিক এবং উন্নত স্বাস্থ্যসেবা ক্ষেত্রে, তাদের সংস্থার অধীনে হাসপাতালগুলির মাধ্যমে সুবিধা প্রদানে করা হয়। রামকৃষ্ণ মিশন শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রদত্ত ঐশ্বরিক প্রকাশনার প্রতি দৃষ্টিপাত করে বেদান্ত দর্শনের সাথে ধর্ম, বর্ণ ও ধর্মবিহীন সত্ত্বেও মানব সমাজে তাদের প্রধান নীতি হিসেবে কাজ করে।[10] অতিরিক্ত কিছু শিক্ষাশ্রম শিক্ষাগত, মানবিক (ত্রাণ ও পুনর্বাসনের মতো) এবং আধ্যাত্মিক সেবা প্রদান করে সংস্থাটি।
তথ্যসূত্র
- "Ramakrishna Mission Sevashrama"। ২৩ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৭।
- Varanasi Home of Service
- Kankhal Sevashrama
- First General Report of Ramakrishna Mission, 1912, by Swami Saradananda, Belur Math
- "Allahabad Sevashrama"। ২৫ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৭।
- List of branches of Ramakrishna Mission Sevashrama
- Swami Aksharananda (২০১২)। "Ramakrishna Mission, Bangladesh"। Islam, Sirajul; Jamal, Ahmed A.। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh।
- "Address and Activities of Chittagong Centre"। Ramakrishna Math and Ramakrishna Mission। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৫।
- "Address and Activities of Comilla Centre"। Ramakrishna Math and Ramakrishna Mission। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৫।
- "Activities of Ramakrishna Mission Ashrama"। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৭।