রানী
রানী ( নেপালি, সংস্কৃত এবং হিন্দি : रानी, ইংরেজি : Rani) ভারতীয় উপমহাদেশের এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার হিন্দু / সংষ্কৃত মেয়েলি পদবী নাম। শব্দটি দক্ষিণ পূর্ব এশিয়ার রাজকীয় শাসকদের জন্য মহিলা রূপ এবং এটি রাজার স্ত্রীকে বুঝানো হয়।
রানী | |
---|---|
ভাষা | বাংলা হিন্দি নেপালি সংস্কৃত ভাষা |
অন্য নামগুলো | |
বিকল্প বানান | রানী, রানি |
রানী ডাক নামের উল্লেখযোগ্য মানুষ
- রানী (অভিনেত্রী) (জন্ম ৮ ডিসেম্বর, ১৯৪৬ - ২৭ মে, ১৯৯৩ সালে মারা যান), পাকিস্তানী অভিনেত্রী এবং মডেল।
- রানী আগরাওয়াল (জন্ম ১৪ জুন, ১৯৯১), ভারতীয় অভিনেত্রী।
- রানী ভবানী (১৭১৬ সালে জন্মগ্রহণ করেন - ১৭৯৫ সালে মারা যান), নাটোরের বাংলাদেশী সমাজতান্ত্রিক ও জমিদার।
- রানী চন্দ্র (জন্ম ১২ অক্টোবর, ১৯৭৬), ভারতীয় অভিনেত্রী এবং মিস কেরালের বিজয়ী।
- রানী চ্যাটার্জী, (জন্ম ৩ নভেম্বর, ১৯৮৪), ভারতীয় অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং উপস্থাপক।
- রানী চিত্রালেখা ভোঁসলে (জন্ম ২৬ ফেব্রুয়ারি, ১৯৪১), ভারতীয় রাজনৈতিক ও সামাজিক কর্মী।
- রানী গাইদিনুল্লু (জন্ম ২৬ জানুয়ারি, ১৯১৫ - ১৭ ফেব্রুয়ারী, ১৯৯৩ সালে মারা যান), ভারতীয় সক্রিয় কর্মী, আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা।
- রানী হামিদ (জন্ম ১৯৪৪), বাংলাদেশী দাবা খেলোয়াড়।
- রানী কর্ণ (জন্ম ১৯৩৯), ভারতীয় নৃত্যশিল্পী।
- রানী কৈদির (জন্ম ২৭ জানুয়ারি, ১৯৯৪), জার্মান ফুটবলার।
- রানী মারিয়া ভট্টালিল (জন্ম ২৯ জানুয়ারি, ১৯৫৪ - ২৫ শে ফেব্রুয়ারী, ১৯৯৫), ভারতীয় ক্যাথলিক ধর্মীয়, কর্মী এবং ধর্মপ্রচারক সমাজকর্মী।
- রানী মুখার্জী (জন্ম ২১ শে মার্চ, ১৯৭৮), ভারতীয় অভিনেত্রী।
- রানী মুন্ডিস্টি (জন্ম ৪ অক্টোবর, ১৯৮৪), ইন্দোনেশিয়ান ব্যাডমিন্টন খেলোয়াড়।
- রানী প্রাইস (২৯ জানুয়ারী, ১৯৭৪), ইংরেজি টেলিভিশন উপস্থাপক।
- রানী রামপাল (জন্ম ৪ ডিসেম্বর, ১৯৯৪), ভারতীয় মাঠ হকি খেলোয়াড়।
- রানী রাশমনি (১৭৯৩ সালে জন্মগ্রহণ করেন - ১৮৬১ সালে মারা যান), ভারতীয় কর্মী, ব্যবসায়ী, জমিদার এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠাতা।
- রানী শেরন (জন্ম ১৯৭৮), আমেরিকান ব্যাসিস্ট এবং গিটারবাদী।
- রানী তাজ (৩ অক্টোবর, ১৯৯৩ জন্ম), ব্রিটিশ-পাকিস্তানী ধোল খেলোয়াড়।
- রানী বিজয় দেবী (২৮ শে আগস্ট, ১৯২২ - ৮ ডিসেম্বর, ২০০৫ সালে মারা যান), ভারতীয় রাজকুমারী ও সংগীতজ্ঞ।
- রানী ইয়াহিয়া (১২ সেপ্টেম্বর ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন), ব্রাজিলীয় মিশ্র মার্শাল শিল্পী এবং ব্রাজিলীয় জিউ-জিতসু প্র্যাকটিসনার।
উল্লেখযোগ্য মানুষ
- রানি ব্রেলিনস্কি (জন্ম ১৯৫৭), আমেরিকান গণিতবিদ
- রানি ক্যাম্পেন, থাই-ব্রিটিশ অভিনেত্রী
- রানি লী (জন্ম ১৯৪২), কানাডিয়ান জ্যাজ কণ্ঠশিল্পী এবং সঙ্গীতজ্ঞ
- রানী নারাহ (জন্ম ১৯৬৫), ভারতীয় রাজনীতিবিদ
রানী পদবিযুক্ত উল্লেখযোগ্য মানুষ
- দেবিকা রানী (জন্ম ৩০ মার্চ, ১৯০৮ - ৯ মার্চ, ১৯৯৪ সালে মারা যান), ভারতীয় অভিনেত্রী, গায়ক এবং টেক্সটাইল ডিজাইনার
- পূজা রানী (জন্ম ১৭ ফেব্রুয়ারী, ১৯৯১), ভারতীয় বক্সার
- কৃষ্ণ রানী (জন্ম ২০০১), বাংলাদেশী ফুটবলার
কাল্পনিক চরিত্রে
- দ্য রানী, ব্রিটিশ বিজ্ঞান কথাসাহিত্য টেলিভিশন সিরিজ ডাক্তার হু ।
- রানী চন্দ্র, ২০০৭ এর ব্রিটিশ বিজ্ঞান কথাসাহিত্য টেলিভিশন সিরিয়াল সারাহ জেন অ্যাডভেঞ্চারের ।
- রানী, ডিজনি ফ্র্যাঞ্চাইজি ডিজনি ফেয়ার্স ।
- রানী কাপুর, অস্ট্রেলিয়ান ধারাবাহিক অপেরা নেইবোরস এ।
- সালমান রুশদির উপন্যাস, মিডনাইট'স চিলড্রেন থেকে কুচ নাহিনের রানী।
আরো দেখুন
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.