কৃষ্ণা রাণী
কৃষ্ণা রাণী (জন্ম ১ জানুয়ারী ২০০১[3]) একজন বাংলাদেশী মহিলা ফুটবলার। তিনি বর্তমানে বাংলাদেশর অনুর্ধ-১৭ মহিলা জাতীয় ফুটবল দল এবং সুতি ভি এম. পাইলট মডেল হাইস্কুল, টাঙ্গাইলের অধীনে খেলেন। তিনি এএফসি ইউ -১৪ গার্লস আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের সদস্যা ছিলেন- ২০১৫ সালের নেপালের সাউথ এবং সেন্ট্রাল উইনডিং টিমের। তিনি বাংলাদেশর অনুরধ-১৭ মহিলা জাতীয় ফুটবল দলের অধিনায়ক।[4]
ব্যক্তিগত তথ্য | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | কৃষ্ণা রাণী সরকার | |||||||||
জন্ম | ১ জানুয়ারি ২০০১ | |||||||||
জন্ম স্থান | টাঙ্গাইল | |||||||||
মাঠে অবস্থান | Forward | |||||||||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | ||||||||||
দল | ||||||||||
– | সুতি ভি. এম. পাইলট মডেল হাইস্কুল, টাঙ্গাইল | |||||||||
জাতীয় দল‡ | ||||||||||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† | |||||||
2015 | বাংলাদেশ অনূর্ধ্ব-১৪[1] | 4 | (2) | |||||||
২০১৪– | বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ | 9 | (9) | |||||||
সম্মাননা
| ||||||||||
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
খেলোয়াড়ী জীবন
আন্তর্জাতিক
২০১৫ সালের এএফসি যুগ্ম -১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনের জন্য কৃষ্ণ রানীকে বাংলাদেশ মহিলা যুব দলের ১৭ তম সদস্যা হিসাবে নির্বাচিত করা হয়েছিল- ২০১৪ সালে গ্রুপ বি ম্যাচে। তিনি চারটি ম্যাচ খেলেছেন এবং সেই টুর্নামেন্টে এক গোল করেছেন। তিনি এএফসি ইউ -১৪ গার্লস আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে - দক্ষিণ ও মধ্য এশিয়ায় জয়ী দলের একজন সদস্যা ছিলেন।
তিনি ক্যাপ্টেন হিসেবে ২০১৭ এএফসি যুগ্ম -১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করেন - গ্রুপ সি ম্যাচের। তিনি টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন এবং ৫ ম্যাচে ৮ গোল করেন। গ্রুপ সি চ্যাম্পিয়ন হওয়ার কারণে বাংলাদেশ ২০১৭ সালের সেপ্টেম্বরে থাইল্যান্ডের ২০১৭ এএফসি যুব ১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করে।[5]
সম্মাননা
- এএফসি অনূর্ধ্ব-১৪ বালিকা আঞ্চলিক সি'শিপ - দক্ষিণ ও কেন্দ্রীয়
- বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ বালিকা
- চ্যাম্পিয়ন: ২০১৫
তথ্যসূত্র
- "বিডি অনুর্ধ-১৬ মহিলা team ready for AFC battle"। ডেইলি সান (ঢাকা)। ঢাকা। ২০১৬-০৮-২২। সংগ্রহের তারিখ ২০১৬-১০-১৮।
- "Schedule & Results"। এশিয়ান ফুটবল কনফেডারেশন। সংগ্রহের তারিখ ২০১৬-১০-০২।
- Hoque, Shishir (২০১৬-০৯-০২)। "Meet our supergirls"। ঢাকা ট্রিবিউন। ঢাকা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-২১।
- "শিরোপার লক্ষ্যে নেপাল যাত্রা কিশোরী ফুটবলারদের"। jagonews24.com। ১৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৮।
- "Bangladesh, Australia through to AFC U-16 Women's C'ship 2017"। এশিয়ান ফুটবল কনফেডারেশন। ২০১৬-০৯-০৪। ২০১৬-০৯-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-০৬।