রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তালিকা
রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহতম বিশ্ববিদ্যালয়। ১৯৫৩ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এ যাবৎ ২৩ জন বিশিষ্ট শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। এ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর এম আবদুস সোবহান।
পাকিস্তানের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর ইতরাত হোসেন জুবেরী ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তালিকা
ক্রম | চিত্র | নাম | দ্বায়িত্ব্ব গ্রহণ | দ্বায়িত্ব হস্তান্তর |
---|---|---|---|---|
১ | প্রফেসর ডক্টর ইতরাত হোসেন জুবেরী | ০৬.০৭.১৯৫৩ | ৩০.০৯.১৯৫৭ | |
২ | প্রফেসর ডক্টর মমতাজ উদ্দিন আহমদ | ০১.১০.১৯৫৭ | ৩০.০৮.১৯৬৫ | |
৩ | প্রফেসর এম শামস-উল-হক | ৩১.০৮.১৯৬৫ | ০৪.০৮.১৯৬৯ | |
৪ | প্রফেসর ডক্টর সৈয়দ সাজ্জাদ হোসাইন | ০৫.০৮.১৯৬৯ | ১৮.০৭.১৯৭১ | |
৫ | প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুল বারী | ১৯.০৭.১৯৭১ | ০৮.০১.১৯৭২ | |
৬ | প্রফেসর ডক্টর খান সরওয়ার মুরশিদ | ০১.০২.১৯৭২ | ০৩.০৮.১৯৭৪ | |
৭ | প্রফেসর ডক্টর মযহারুল ইসলাম | ০৪.০৮.১৯৭৪ | ১৮.০৯.১৯৭৫ | |
৮ | ![]() | প্রফেসর ডক্টর সৈয়দ আলী আহসান | ২৭.০৯.১৯৭৫ | ২২.০৬.১৯৭৭ |
৯ | প্রফেসর ডক্টর মুহাম্মদ আবদুল বারী | ০৭.০৭.১৯৭৭ | ১৭.০২.১৯৮১ | |
১০ | প্রফেসর ডক্টর মকবুলার রহমান সরকার | ২৬.০২.১৯৮১ | ২২.০২.১৯৮২ | |
১১ | প্রফেসর ডক্টর মোসলেম হুদা | ২২.০২.১৯৮২ | ২০.০৯.১৯৮২ | |
১২ | প্রফেসর ডক্টর মুহম্মদ আবদুর রকীব | ০৪.১০.১৯৮২ | ১৯.০৩.১৯৮৮ | |
১৩ | প্রফেসর ডক্টর আমানুল্লাহ আহমদ | ২০.০৩.১৯৮৮ | ২২.০৭.১৯৯২ | |
১৪ | প্রফেসর ডক্টর এম আনিসুর রহমান | ২২.০৭.১৯৯২ | ২২.০৮.১৯৯৪ | |
১৫ | প্রফেসর ডক্টর মু. ইউসুফ আলী | ২২.০৮.১৯৯৪ | ১৬.০২.১৯৯৭ | |
১৬ | প্রফেসর ডক্টর আবদুল খালেক (শিক্ষাবিদ) | ১৭.০২.১৯৯৭ | ০৩.০৮.১৯৯৯ | |
১৭ | ![]() | প্রফেসর ডক্টর এম সাইদুর রহমান খান | ০৪.০৮.১৯৯৯ | ১৩.১১.২০০১ |
১৮ | প্রফেসর ডক্টর ফাইসুল ইসলাম ফারুকী | ১৩.১১.২০০১ | ০৫.০৬.২০০৫ | |
১৯ | প্রফেসর ডক্টর মো. আলতাফ হোসেন | ০৫.০৬.২০০৫ | ১৫.০৫.২০০৮ | |
২০ | ![]() | প্রফেসর ডক্টর মামনুনুল কেরামত(ভারপ্রাপ্ত) | ১৬.০৫.২০০৮ | ২৮.০২.২০০৯ |
২১ | প্রফেসর ডক্টর এম আবদুস সোবহান | ২৬.০২.২০০৯ | ২৫.০২.২০১৩ | |
২২ | ![]() | প্রফেসর ডক্টর মুহম্মদ মিজানউদ্দিন | ১৯.০৩.২০১৭ | ২০.০৩.২০১৩[1] |
২৩ | প্রফেসর ডক্টর এম আবদুস সোবহান | ০৭.০৫.২০১৭ | বর্তমান[2] |
উপ-উপাচার্যের তালিকা
প্রতিষ্ঠার পর থেকে এ যাবৎ ১১ জন বিশিষ্ট শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেছেন । এ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য হচ্ছেন প্রফেসর আনন্দ কুমার সাহা।
ক্রম | চিত্র | নাম | দ্বায়িত্ব্ব গ্রহণ | দ্বায়িত্ব হস্তান্তর |
---|---|---|---|---|
১ | প্রফেসর ডক্টর আমানুল্লাহ আহমদ | ১৭.০২.১৯৮৫ | ০৬.১২.১৯৮৮ | |
২ | প্রফেসর ডক্টর আতফুল হাই শিবলী | ০৩.০৭.১৯৮৯ | ২২.০৭.১৯৯২ | |
৩ | প্রফেসর ডক্টর মু. আযহার উদ্দিন | ২২.০৭.১৯৯২ | ২৬.০৮.১৯৯৪ | |
৪ | প্রফেসর ডক্টর মোঃ আলতাফ হোসেন | ২৭.০৮.১৯৯৪ | ০৭.১০.১৯৯৬ | |
৫ | প্রফেসর ডক্টর আবদুল খালেক (শিক্ষাবিদ) | ০৭.১০.১৯৯৬ | ০২.১২.১৯৯৭ | |
৬ | প্রফেসর ডক্টর সাইদুর রহমান খান | ০৩.১২.১৯৯৭ | ০৪.০৮.১৯৯৯ | |
৭ | প্রফেসর ডক্টর এম ওয়াজেদ আলী | ১৩.১১.১৯৯৯ | ০৭.০১২.২০০১ | |
৮ | প্রফেসর ডক্টর কেএএম শাহাদাত হোসেন মন্ডল | ০৮.১১.২০০১ | ০৫.০৬.২০০৫ | |
৯ | প্রফেসর ডক্টর মামনুনুল কেরামত | ০৫.০৬.২০০৫ | ২৬.০২.২০০৯ | |
১০ | প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ্ | ২৬.০২.২০০৯ | ২৫.০২.২০১৩ | |
১১ | প্রফেসর ডক্টর চৌধুরী সারওয়ার জাহান | ২০.০৩.২০১৩ | ১৯.০৩.২০১৭ [1] | |
১২ | প্রফেসর আনন্দ কুমার সাহা | ১৬.০৭.২০১৭ | বর্তমান [3] |
আরও দেখুন
তথ্যসূত্র
- BanglaNews24.com। "উপাচার্যহীন রাবিতে প্রশাসনিক কাজ স্থবির"।
- "দ্বিতীয় মেয়াদে রাবি'র ভিসি আব্দুস সোবহান"। Bangla Tribune (Bangla ভাষায়)। Bangladesh। ২০১৭-০৫-০৭। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৭।
- "রাবির উপ-উপাচার্য হলেন আনন্দ কুমার"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০২।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.