রবার্তো সোলাদাদো

রবার্তো সোলান্দো রিয়ো (ইংরেজি: Roberto Soldado Rillo); (স্পেনীয় উচ্চারণ: [roˈβerto solˈdaðo ˈriʎo]; জন্মঃ ২৭ মে ১৯৮৫) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়; যিনি একজন স্ট্রাইকার হিসেবে প্রিমিয়ার লীগ প্রতিযোগিতায় টেনহ্যাম হটস্পার এর হয়ে খেলে থাকেন।

রবার্তো সোলান্দো
Roberto Soldado
সোলান্দো ২০১৩ সালে টটেনহামের হয়ে খেলছেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রবার্তো ললান্দো রিয়ো[1]
জন্ম (1985-05-27) ২৭ মে ১৯৮৫
জন্ম স্থান ভ্যালেন্সিয়া, স্পেন
উচ্চতা ১.৭৯ মি (৫ ফু ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান স্ট্রাইকার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব টেনহ্যাম হটস্পার
জার্সি নম্বর
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৯০–২০০০ ডন বস্কো
২০০০–২০০২ রিয়াল মাদ্রিদ
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০২–২০০৬ রিয়েল মাদ্রিদ বি ১২০ (৬৪)
২০০৫–২০০৮ রিয়াল মাদ্রিদ ১৬ (২)
২০০৬–২০০৭ওসাসুনা (লোন) ৩০ (১১)
২০০৮–২০১০ গেটাফে ৬০ (২৯)
২০১০–২০১৩ ভ্যালেন্সিয়া ১০১ (৫৯)
২০১৩– টেনহ্যাম হটস্পার ২৮ (৬)
জাতীয় দল
২০০১ স্পেন অনূর্ধ্ব-১৫ (০)
২০০১–২০০৩ স্পেন অনূর্ধ্ব-১৭ ১৮ (১২)
২০০৩ স্পেন অনূর্ধ্ব-১৮ 3 (3)
২০০২–২০০৪ স্পেন অনূর্ধ্ব-১৯ (৫)
২০০৪–২০০৭ স্পেন অনূর্ধ্ব-২১ (৬)
২০০৭– স্পেন ১২ (৭)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ০৩ মে ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ১১ সেপ্টেম্বর ২০১৩ তারিখ অনুযায়ী সঠিক।

পরিসংখ্যান

৩ মে ২০১৪ পর্যন্ত হালনাগাদকৃত।[2][3]
ক্লাব মৌসুম লীগ কাপ ইউরোপ মোট
এপসগোলএপসগোলএপসগোলএপসগোল
রিয়াল মাদ্রিদ বি ২০০২–০৩ ২৬২৬
২০০৩–০৪ ৩১১৬৩১১৬
২০০৪–০৫ ৩৪২১৩৪২১
২০০৫–০৬ ২৯১৯২৯১৯
মোট ১২০৬৩১২০৬৩
রিয়াল মাদ্রিদ ২০০৪–০৫
২০০৫–০৬ ১১১৭
মোট ১১১৯
ওসাসুনা ২০০৬–০৭ ৩০১১১১৪৪১৩
মোট ৩০১১১১৪৪১৩
রিয়াল মাদ্রিদ ২০০৭–০৮
মোট
গেটাফে ২০০৮–০৯ ৩৪১৩৩৪১৩
২০০৯–১০ ২৬১৬৩২২০
মোট ৬০২৯৬৬৩৩
ভ্যালেন্সিয়া ২০১০–১১ ৩৪১৮৪৪২৫
২০১১–১২ ৩২১৭১৩৫১২৭
২০১২–১৩ ৩৫২৪৪৬৩০
মোট ১০১৫৯১৩২৭১৭১৪১৮১
টটেনহ্যাম হটস্পার ২০১৩–১৪ ২৮৩৬১১
মোট ২৮৩৬১১
কর্মজীবনের সর্বমোট ৩৫৫১৭০৩১১২৪৮২৪৪৩৪২০৫

অর্জন

ক্লাব

রিয়াল মাদ্রিদ

দেশ

স্পেন
  • ফিফা কনফেডারেশন কাপ: রানার-আপ ২০১৩
স্পেন অনূর্ধ্ব
  • উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ: ২০০৪

ব্যক্তিগত

  • জারা ট্রফি (সেগুন্দা ভিভিশন): ২০০৫–০৬
  • জারা ট্রফি (লা লিগা): ২০১১–১২

তথ্যসূত্র

  1. "Barclays Premier League squad numbers 2013/14"। Premier League। ১৬ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৩
  2. Roberto Soldado – Performance data
  3. টেমপ্লেট:ESPNsoccernet

বহিঃসংযোগ

পূর্বসূরী
নেই
সেগুন্দা ডিভিশন জারা ট্রফি উইনার
২০০৫–০৬
উত্তরসূরী
মার্কাস মাকুইস
জন্য লাস পালমাস
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.