য়ে-শেস-দ্বাং-ল্দান

য়ে-শেস-দ্বাং-ল্দান (তিব্বতি: ཡེ་ཤེས་དབང་ལྡན, ওয়াইলি: ye shes dbang ldan) (মৃত্যু-১৯৪৩) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের তিরানব্বইতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

য়ে-শেস-দ্বাং-ল্দান ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে তিব্বতের মি-ন্যাগ (ওয়াইলি: mi nyag) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের লোসেলিং মহাবিদ্যালয় এবং গ্যুতো তন্ত্র মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন। পরবর্তীকালে তিনি গ্যুতো তন্ত্র মহাবিদ্যালয় এবং দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের শার-র্ত্সে (ওয়াইলি: shar rtse) মহাবিদ্যালয়ের প্রধানের দায়িত্ব লাভ করেন। ১৯৩৩ খ্রিষ্টাব্দেতিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের তিরানব্বইতম প্রধানের দায়িত্ব গ্রহণ করেন এবং সাত বছর এই পদে থাকেন। ১৯৩৩ খ্রিষ্টাব্দে ত্রয়োদশ দলাই লামা মৃত্যুবরণ করলে তাকে তিব্বতের রাজপ্রতিনিধি পদের অন্যতম প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু তার পরিবর্তে থুব-ব্স্তান-'জাম-দ্পাল-য়ে-শেস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: thub bstan 'jam dpal ye shes rgyal mtshan) নামক পঞ্চম র্বা-স্গ্রেং রিন-পো-ছে (ওয়াইলি: rwa-sgreng rin-po-che) উপাধিধারী লামাকে এই পদে নিযুক্ত করা হয়। ১৯৩৯ খ্রিষ্টাব্দে দ্গা'-ল্দান-খ্রি-পা পদ থেকে অবসর গ্রহণের পর জীবনের শেষ চার বছর তিনি ব্স্তান-র্গ্যাস-গ্লিং (ওয়াইলি: bstan rgyas gling) বৌদ্ধবিহারে বাস করেন।[1]

তথ্যসূত্র

  1. Chhosphel, Samten (মার্চ ২০১১)। "The Ninety-Third Ganden Tripa, Yeshe Wangden"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-১৯

আরো পড়ুন

  • Khetsun Sangpo. 1973. Biographical Dictionary of Tibet and Tibetan Buddhism. Dharamsala: LTWA, Vol. 6, pp. 221.
  • Barnett, Robert. 2006. Lhasa: Streets with Memories. New York: Columbia University Press, p. 12.
পূর্বসূরী
থুব-ব্স্তান-ন্যিন-ব্যেদ
য়ে-শেস-দ্বাং-ল্দান
তিরানব্বইতম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ল্হুন-গ্রুব-ব্র্ত্সোন-'গ্রুস
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.