ঙ্গাগ-দ্বাং-ছোস-গ্রাগ্স (উনবিংশ গানদেন ত্রিপা)
ঙ্গাগ-দ্বাং-ছোস-গ্রাগ্স (তিব্বতি: ངག་དབང་ཆོས་གྲགས, ওয়াইলি: ngag dbang chos grags) (১৫০১-১৫৫১) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ঊনবিংশ দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
ঙ্গাগ-দ্বাং-ছোস-গ্রাগ্স ১৫০১ খ্রিষ্টাব্দে তিব্বতের স্তোদ-লুং-ম্দা'ই-দ্ঙ্গোস-গ্ঝি (ওয়াইলি: stod lung mda'i dngos gzhi) নামক স্থানে জন্মগ্রহণ করেন। নয় বছর বয়সে তিনি শিক্ষার্থীর শপথ ও উনিশ বছর বয়সে তিনি ভিক্ষুর শপথ গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি গ্যুতো মহাবিদ্যালয়ে এবং দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের শার-র্ত্সে মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৫৪৮ খ্রিষ্টাব্দে দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ঊনবিংশ দ্গা'-ল্দান-খ্রি-পা হিসেবে মনোনীত হন এবং পাঁচ বছর ঐ পদে থাকেন।[1]
তথ্যসূত্র
- Chhosphel, Samten (সেপ্টেম্বর ২০১০)। "The Nineteenth Ganden Tripa, Ngawang Chodrak"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-০২।
পূর্বসূরী র্গ্যাল-ম্ত্শান-ব্জাং-পো |
ঙ্গাগ-দ্বাং-ছোস-গ্রাগ্স ঊনবিংশ দ্গা'-ল্দান-খ্রি-পা |
উত্তরসূরী ছোস-গ্রাগ্স-ব্জাং-পো |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.