ব্লো-ব্জাং-ন্যি-মা-দ্পাল-ব্জাং-পো

ব্লো-ব্জাং-ন্যি-মা-দ্পাল-ব্জাং-পো (ওয়াইলি: blo bzang nyi ma dpal bzang po) (১৯২৯-২০০৮) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের শততম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

ব্লো-ব্জাং-ন্যি-মা-দ্পাল-ব্জাং-পো

সংক্ষিপ্ত জীবনী

ব্লো-ব্জাং-ন্যি-মা-দ্পাল-ব্জাং-পো ১৯২৯ খ্রিষ্টাব্দে তিব্বতের ছাংমারসিং নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ব্লো-ব্জাং-ত্শে-রিং (ওয়াইলি: blo bzang tshe ring) এবং মাতার নাম ছিল য়ে-শেস-ল্হা-মো (ওয়াইলি: ye shes lha mo)। ১৯৪৫ খ্রিষ্টাব্দে তিনি দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের লোসেলিং মহাবিদ্যালয়ে শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হন। পরবর্তীকালে চীন তিব্বত আক্রমণ করলে তিনি ভারত পালিয়ে গিয়ে বক্সার অঞ্চলে ধর্মশিক্ষা করেন। কিন্তু অপুষ্টিজনিত কারণে তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হন এবং দুই বছর দক্ষিণ ভারতে চিকিৎসাধীন থাকেন। সুস্থ হয়ে ফিরে এসে তিনি বারাণসী শহরের সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষালাভ করে আচার্য উপাধি লাভ করেন। এরপর তিনি গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয় থেকে তন্ত্র শিক্ষা লাভ করেন এবং ১৯৭৪ খ্রিষ্টাব্দে এই মহাবিদ্যালয়ের প্রধান হিসেবে অধিষ্ঠিত হন। ১৯৭৬ খ্রিষ্টাব্দে চতুর্দশ দলাই লামার ব্যক্তিগত বৌদ্ধবিহার র্নাম-র্গ্যাল বৌদ্ধবিহারের প্রধান হিসেবে তাকে আনুষ্ঠানিক ভাবে অধিষ্ঠিত করা হয় এবং এই পদে তিনি দশ বছর থাকেন। ১৯৮৩ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ব্যাং-র্ত্সে (ওয়াইলি: byang rtse) মহাবিদ্যালয়ের প্রধানের দায়িত্ব লাভ করেন ও দ্রেপুং বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের লোসেলিং মহাবিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৯৯৪ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের শততম প্রধান হিসেবে নির্বাচিত হন এবং ২০০২ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই পদে থাকেন।[1]

তথ্যসূত্র

  1. লোসেলিং মহাবিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ব্লো-ব্জাং-ন্যি-মা-দ্পাল-ব্জাং-পোর জীবনী
পূর্বসূরী
য়ে-শেস-দোন-ল্দান
ব্লো-ব্জাং-ন্যি-মা-দ্পাল-ব্জাং-পো
শততম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
লুং-রিগ-র্নাম-র্গ্যাল
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.