মোহাম্মদ ইরফান আলী

মোহাম্মদ ইরফান আলী (ইংরেজি: Mohammad Irfan Ali); (জন্মঃ ১ জুলাই ১৯৮৪) হলেন একজন ভারতীয় সঙ্গীতশিল্পী। তিনি হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন এবং অল সেন্ট উচ্চ বিদ্যালয় থেকে তার স্কুল জীবন সম্পন্ন করেন; যেখানে তিনি তার স্কুলের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানের শেষে তার গানের প্রতিভা অসাধারণ প্রতিভা প্রকাশ করেন। তিনি "জো জিতা ওহি সুপার স্টার ২" খেতাব বিজয়ী। এছাড়াও তিনি "আমুল স্টার ভয়েস অব ইন্ডিয়া" এবং জি টিভি "এর সা রে গা মা পা" এর অন্যতম সুপরিচিত একজন প্রতিযোগী।[1] তিনি মণি রত্নমের রাবন চলচ্চিত্রে সর্বপ্রথম প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি ২০১১ সালে ইমরান হাশমি অভিনিত মার্ডার ২ এর জনপ্রিয় গান ফির মোহাব্বাতে কন্ঠ দেন। ইরফান বান্টি ওয়ালিয়ার "লামহা" চলচ্চিত্রের রেহমাত জারা গানের জন্য শ্রেষ্ঠ তরুন উদীয়মান আত্মপ্রকাশকারী শিল্পীর পুরস্কার লাভ করেন।

মোহাম্মদ ইরফান আলী
প্রাথমিক তথ্য
জন্ম (1984-07-01) ১ জুলাই ১৯৮৪
ভারত
ধরননেপথ্য গায়ক
পেশামডেল এবং শিল্পী
কার্যকাল২০১০–বর্তমান

গান সমূহ

বছরচলচ্চিত্রগানের শিরোনামসঙ্গীত পরিচালকটীকা
২০১০রাবণবেহনে দে[2]এ আর রহমান
লামহাসালাম জিন্দেগী
রেহমাত জারা
মিথুন
২০১২আজাব গাজাব লাভসুন সোনিয়ে
সুন সোনিয়ে (রিমিক্স)
সাজিদ-ওয়াজিদ
ওএমজি: ওহ মাই গড়!তু হি তু
তু হি তু (রিমিক্স)
হিমেশ রেশামিয়া
মুপ্পোঝুধাম আন কারপানিগালইয়ার আবার ইয়ারোজি. ভি. প্রকাশ কুমারতামিল চলচ্চিত্র
দিল জানিরে মানাওড়িয়া এ্যালবাম
২০১৩ইশক এ্যাকচুয়ালিতুম জো মিলেশাহদাব ভার্তিয়া
সত্য ২বিরানীসঞ্জীব-দর্শন
ব্রেক আপবাধিলি পোলেনি
২০১৪আরিয়ানবারিশমিথুন
দ্যা এক্সপোজদার্দ দিলো কেহিমেশ রেশামিয়া
এ্যাংরি ইয়ং ম্যানতেরে বিন জিয়াআমজাদ নাদীম
আমি শুধু চেয়েছি তোমায়আমি শুধু চেয়েছি তোমায়সভ্য গপ্তবাংলা চলচ্চিত্র
সিটিলাইটসমুসকুরানে (আনপ্লাগ)জিৎ গাঙ্গুলী
অগ্নি ২বানজারামিথুন
২০১৬
উরছে ধূলোরানা পাগলা “দি ম্যান্টাল”প্রশেনবাংলা চলচ্চিত্র

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.