মোহনলাল (অভিনেতা)

মোহনলাল বিশ্বনাথন (ইংরেজি: ২১শে মে ১৯৬০) হলেন একজন ভারতীয় অভিনেতা ও প্রযোজক। তিনি মূলত মালায়ালাম চলচ্চিত্র শিল্পে কাজ করে থাকেন। চার দশকের বেশি সময় ধরে তার কর্মজীবনে তিনি তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। মালায়ালাম চলচ্চিত্রের পাশাপাশি তিনি ভারতের আরও অন্যান্য অঞ্চলের চলচ্চিত্রেও কাজ করেছেন।[1]

মোহনলাল
জন্ম
মোহনলাল বিশ্বনাথন

(1960-05-21) ২১ মে ১৯৬০
ইলানথুর, পাঠানামথিত্তা, কেরালা, ভারত
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা, প্রযোজক
কার্যকাল১৯৭৮-বর্তমান
দাম্পত্য সঙ্গীসুচিত্রা মোহনলাল (বি. ১৯৮৮)
সন্তানপ্রণব মোহনলাল (পুত্র)
বিস্ময়া মোহনলাল (কন্যা)
আত্মীয়কে. বালাজি (শ্বশুর)
সুরেশ বালাজি (শ্যালক)
পুরস্কারপূর্ণ তালিকা
ওয়েবসাইটthecompleteactor.com

মোহনলাল পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে দুটি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে, একটি বিশেষ জুরি মেনশন, অভিনয়ের জন্য একটি বিশেষ জুরি পুরস্কার, ও প্রযোজক হিসেবে একটি শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার। এছাড়া তিনি নয়টি কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার ও দশটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। ভারতীয় চলচ্চিত্র শিল্পে তার অবদানের জন্য ২০০১ সালে ভারত সরকার তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে।[2] ২০০৯ সালে তিনি প্রথম এবং একমাত্র অভিনয়শিল্পী হিসেবে ভারতের সীমান্ত সেনাবাহিনীর সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদ লাভ করেন।[3][4] তিনি ২০১০ সালে শ্রী শঙ্করাচার্য বিশ্ববিদ্যালয়[5] ও ২০১৮ সালে কালিকুট বিশ্ববিদ্যালয়[6] থেকে সম্মানসূচক ডক্টরেট লাভ করেন।

তথ্যসূত্র

  1. "Mohanlal revives Pranavam Arts!"। Sify। ১৮ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৮
  2. "Padma Awards" (PDF)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। ১৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৮
  3. "Padmashree Mohan Lal conferred with rank of Lt Col (Hony) in Territorial Army". Press Information Bureau, Government of India. 9 July 2009.
  4. "Mohanlal, first actor to join Army"সিএনএন-আইবিএন। ১০ জুলাই ২০০৯। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৮
  5. "Mohanlal, Pookutty get D.Litt."দ্য হিন্দু। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৮
  6. "Calicut University confers D.Litt on Mohanlal, P.T.Usha"বিজনেস স্ট্যান্ডার্ড। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.