মোজাম্মেল হক (চুয়াডাঙ্গার রাজনীতিবিদ)

মোজাম্মেল হক (১৯২৮–২০১৭) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ, শিল্পপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সাংসদ। তিনি ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[1][2][3]

মোজাম্মেল হক
চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সাংসদ
কাজের মেয়াদ
৩ মেয়াদে
কাজের মেয়াদ
ফেব্রুয়ারি ১৯৯৬  ২০০৬
পূর্বসূরীহাবিবুর রহমান
উত্তরসূরীআলী আজগার টগর
চেয়ারম্যান- বঙ্গজ তাল্লু গ্রুপ
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯২৮
চুয়াডাঙ্গা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
(বর্তমান বাংলাদেশ)
মৃত্যু৪ সেপ্টেম্বর ২০১৭
ইউনাইটেড হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ
নাগরিকত্বব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
সন্তান৩ ছেলে ও ৪ মেয়ে
জীবিকারাজনীতিবিদ

জন্ম ও প্রাথমিক জীবন

মোজাম্মেল হক ১৯২৮ সালে চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন।

রাজনৈতিক ও কর্মজীবন

মোজাম্মেল হক বঙ্গজ তাল্লু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা-২ (দামুরহুদা, জীবননগর-সদর) আসন থেকে ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ, জুন ১৯৯৬ সালের সপ্তম২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[1][2][3][4] অষ্টম জাতীয় সংসদে তিনি মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।[5] ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন।[6] এছাড়াও তিনি চুয়াডাঙ্গা জেলা শিল্প ও বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং রেডিও টুডের চেয়ারম্যান ছিলেন।[5]

মৃত্যু

মোজাম্মেল হক ৪ সেপ্টেম্বর ২০১৭ ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।[7][8]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  2. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  3. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
  4. "চুয়াডাঙ্গা-২ আসন: আ'লীগের ধরে রাখার চ্যালেঞ্জ"Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০১
  5. "সাবেক এমপি শিল্পপতি হাজী মোজাম্মেল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ | Daily"dailysomoyersomikoron.com। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০১
  6. "মোজাম্মেল হক (চুয়াডাঙ্গা)"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০১
  7. "চুয়াডাঙ্গা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোজাম্মেল হক বঙ্গজের ইন্তিকাল"The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০১
  8. "চুয়াডাঙ্গার সাবেক এমপি মোজাম্মেল হক আর নেই | বাংলাদেশ প্রতিদিন"Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.