মেকিং আ লিভিং

মেকিং আ লিভিং (ইংরেজি ভাষায়: Making a Living, এছাড়া ডুয়িং হিজ বেস্ট, ট্রাবল্‌স, ও টেক মাই পিকচার নামেও পরিচিত) হল হেনরি লেরমান রচিত ও পরিচালিত ১৯১৪ সালের মার্কিন নির্বাক চলচ্চিত্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চার্লি চ্যাপলিন[1] চলচ্চিত্রটি ২ ফেব্রুয়ারি, ১৯১৪ মুক্তি পায়।[2]

মেকিং আ লিভিং
পরিচালকহেনরি লেরম্যান
প্রযোজকম্যাক সিনেট
রচয়িতারিড হিউস্টিস
হেনরি লেরম্যান
শ্রেষ্ঠাংশে
  • চার্লি চ্যাপলিন
  • হেনরি লেরম্যান
  • ভার্জিনিয়া কার্টলি
  • চেস্টার কঙ্কলিন
  • মিন্টা ডার্ফি
চিত্রগ্রাহকএনরিক হুয়ান ভায়েজো
ফ্রাঙ্ক ডি উইলিয়ামস
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকমিউচুয়াল ফিল্ম কর্পোরেশন
মুক্তি
  •  ফেব্রুয়ারি ১৯১৪ (1914-02-02)
দৈর্ঘ্য১৩ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষানির্বাক
ইংরেজি (মূল আন্তঃশিরোনাম)

কাহিনী সংক্ষেপ

চ্যাপলিনের চরিত্রটি একজন পথচারীকে (লেরম্যান) তাকে টাকা চায়। পরে দেখা যায় চ্যাপলিন এক যুবতীকে প্রেমের প্রস্তাব দিচ্ছে। যুবতীটি তার প্রস্তাব গ্রহণ করে। লেরম্যান যুবতীটিকে ফুল ও আংটি দিতে চাইলে সে তা প্রত্যাখ্যান করে এবং জানায় যে তার অন্য কারো সাথে সম্পর্ক রয়েছে। লেরম্যান চ্যাপলিনকে সেখানে দেখে এবং তাদের দুজনের মধ্যে একটি স্ল্যাপস্টিক যুদ্ধ সংগঠিত হয়। পরে লেরম্যানের চরিত্রটি একটি গাড়ি দুর্ঘটনার ছবি তোলে। লেরম্যান যখন আহত একজন মোটর চালককে সাহায্য করছিল, চ্যাপলিন তার ক্যামেরা চুরি করে সংবাদপত্র অফিসে তার নিজের বলে ছাপায়। পরে তাদের মধ্যে পুনরায় মারপিঠ হয়।

কুশীলব

  • চার্লি চ্যাপলিন - ঠক/জুচ্চোর
  • হেনরি লেরমান - প্রতিবেদক
  • ভার্জিনিয়া কার্টলি - যুবতী
  • অ্যালিস ডেভনপোর্ট - যুবতীর মা
  • মিন্টা ডার্ফি - নারী
  • চেস্টার কঙ্কলিন - পুলিশ
  • চার্লস ইনস্লি - সম্পাদক (অনুল্লেখ্য)

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Other titles of 'Making a Living'"রটেন টম্যাটোস। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৭
  2. Neibaur, James (২০১২)। Early Charlie Chaplin: The Artist As Apprentice at Keystone Studios। Lanham, MD: Scarecrow Press। আইএসবিএন 0810882426।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.