মুকুন্দ শেখর

মুকুন্দ শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের তৃতীয় রাজা ছিলেন।

মুকুন্দ শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
রাজত্বকাল১৭৯-২২৪
পূর্বসূরিইন্দ্র শেখর
উত্তরসূরিপ্রথম রামচন্দ্র শেখর
সন্তানাদিপ্রথম রামচন্দ্র শেখর
মদনমোহন শেখর
গোপাল শেখর
রাজবংশশেখর রাজবংশ
পিতাইন্দ্র শেখর
ধর্মবিশ্বাসব্রাহ্মণ্য ধর্ম

সংক্ষিপ্ত পরিচিতি

মুকুন্দ শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের দ্বিতীয় রাজা ইন্দ্র শেখরের পুত্র ছিলেন। তিনি ১৭৯ খ্রিষ্টাব্দ হতে ২২৪ খ্রিষ্টাব্দ পর্য্যন্ত রাজ্য শাসন করেন। প্রথম রামচন্দ্র শেখর, মদনমোহন শেখর ও গোপাল শেখর নামক তার তিন পুত্র ছিল।[1]:৩১

তথ্যসূত্র

  1. রাখালচন্দ্র, চক্রবর্তী (২০১৩) [১৯৩৩]। দিলীপ কুমার গোস্বামী, সম্পাদক। পঞ্চকোট ইতিহাস (চতুর্থ সংস্করণ)। বজ্রভূমি প্রকাশনী, বিদ্যাসাগর পল্লী, সাউথ লেক রোড, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ -৭২৩১০১।
মুকুন্দ শেখর
শেখর রাজবংশ
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
ইন্দ্র শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
১৭৯-২২৪
উত্তরসূরী
প্রথম রামচন্দ্র শেখর
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.