মাহমুদুর রহমান বেলায়েত
মাহমুদুর রহমান বেলায়েত হলেন নোয়াখালী জেলা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা, মুক্তিযোদ্ধা ও মুজিব বাহিনীর জেলা প্রধান। তিনি সাবেক নোয়াখালী-১০ বেগমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন (যা বর্তমানে নোয়াখালী-৩ আসন) থেকে প্রথমবার ১৯৭৩ সালে দ্বিতীয়বার ১৯৮৬ সালে নির্বাচিত সংসদ সদস্য।[1]
মাহমুদুর রহমান বেলায়েত | |
---|---|
নোয়াখালী-১০ আসন (বর্তমান নোয়াখালী-৩) আসনের সাবেক সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৭৩ – ১৯৭৫ | |
পূর্বসূরী | শুরু (স্বাধীনতা লাভ) |
উত্তরসূরী | মোহাম্মদ আবুল কালাম |
কাজের মেয়াদ ১৯৮৬ – ১৯৮৮ | |
পূর্বসূরী | এ বি এম তালেব আলী |
উত্তরসূরী | মাহবুবুর রহমান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১ জুলাই ১৯৪৫ গুপ্তাঙ্গ গ্রাম, সদর উপজেলা, নোয়াখালী জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ![]() (বর্তমান ![]() |
নাগরিকত্ব | ![]() ![]() ![]() |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
দাম্পত্য সঙ্গী | ফরিদা খানম সাকী |
সম্পর্ক | ইসলাম |
জন্ম ও প্রাথমিক জীবন
মাহমুদুর রহমান বেলায়েত ১ জুলাই ১৯৪৫ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) নোয়াখালী জেলার সদর উপজেলার গুপ্তাঙ্গ গ্রামে জন্মগ্রহণ করেন।[2]
রাজনৈতিক ও কর্মজীবন
মাহমুদুর রহমান বেলায়েত নোয়াখালী জেলায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেকে ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি ছিলেন নোয়াখালী জেলা মুজিব বাহিনীর প্রধান। চৌমুহনী এসএ কলেজের সাবেক ভিপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মাহমুদুর রহমান বেলায়েত নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক নোয়াখালী-১০ বেগমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন (যা বর্তমানে নোয়াখালী-৩ আসন) থেকে প্রথমবার ১৯৭৩ সালে দ্বিতীয়বার ১৯৮৬ সালে নির্বাচিত সংসদ সদস্য।[3] জুন ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে অংশগ্রহণ করে তিনি পরাজিত হন।[4][5][6]
তথ্যসূত্র
- "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (PDF)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা।
- "সদস্য সম্পর্কে বিস্তারিত"। নোয়াখালী জেলা সমিতি। ২০১৯-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- "নোয়াখালী থেকে মনোনয়ন পেলেন ফরিদা খানম সাকী"। Odhikar। সংগ্রহের তারিখ ২০১৯-১০-২০।
- "নোয়াখালীর বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত"। দৈনিক ইত্তেফাক। ১৯ ডিসেম্বর ২০১৩। ২০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
- "মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।
- "মাহমুদুর রহমান বেলায়েত"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৯।