মাহবুবুর রহমান (রাজনীতিবিদ)

মাহবুবুর রহমান হলেন একজন বাংলাদেশী আইনজীবি, রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন শীর্ষ স্থানীয় নেতা। তিনি নোয়াখালী-৩ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৮৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত এরশাদ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী এবং ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত শিক্ষা মন্ত্রী ছিলেন। তিনি ১৯৯৬ সালে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দেন। ২০০৮ সালের তিনি পুনরায় জাতীয় পার্টিতে ফিরে যান।

মাহবুবুর রহমান
Minister of Ministry of Education (Bangladesh)
কাজের মেয়াদ
30 November 1986  27 March 1988
রাষ্ট্রপতিহুসেইন মুহাম্মদ এরশাদ
প্রধানমন্ত্রীমিজানুর রহমান চৌধুরী
পূর্বসূরীমোমিনউদ্দিন আহমেদ
উত্তরসূরীআনিসুল ইসলাম মাহমুদ
Minister of Ministry of Religious Affairs (Bangladesh)
কাজের মেয়াদ
7 January 1984  20 June 1987
রাষ্ট্রপতিহুসেইন মুহাম্মদ এরশাদ
প্রধানমন্ত্রীআতাউর রহমান খান (1984–1986) ও মিজানুর রহমান চৌধুরী (1986–1987)
পূর্বসূরীপদ সৃষ্টি
উত্তরসূরীনুরুল ইসলাম
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
অন্যান্য
রাজনৈতিক দল
জাতীয় পার্টি (এরশাদ)
দাম্পত্য সঙ্গীফিরোজা বেগম
সন্তান৫টি (ফারাহ মাহবুব)

ব্যক্তিগত জীবন

মাহবুবুর রহমান ডাঃ ফিরোজা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের পাঁচ ছেলে মেয়ে রয়েছে। ফিরোজা বেগম ২০১৫ সালে মৃত্যুবরন করেন।[1] তার মেয়ে ফারাহ মাহবুব বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি।

তথ্যসূত্র

  1. "Obituary"। ১ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.