ফারাহ মাহবুব

বিচারপতি ফারাহ মাহবুব (জন্ম: ১৯৬৬) বাংলাদেশের হাইকোর্ট বিভাগের একজন বিচারক।[1][2] তিনি বাংলাদেশের হাইকোর্ট বিভাগে নিয়োগপ্রাপ্ত নারী বিচারকদের মধ্যে চতুর্থ।

মাননীয় বিচারপতি
ফারাহ মাহবুব
বিচারপতি ফারাহ মাহবুব
বাংলাদেশের হাইকোর্ট বিভাগ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৩ আগস্ট, ২০০৬
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1966-05-27) ২৭ মে ১৯৬৬
জাতীয়তাবাংলাদেশি
দাম্পত্য সঙ্গীশাহরিয়ার সাঈদ হুসাইন
সন্তানএকজন (ফারিশা হুসাইন)
পিতামাতামাহবুবুর রহমান (পিতা) এবং ফিরোজা বেগম (মাতা)
বাসস্থানমহাখালী, ঢাকা
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
জীবিকাবিচারক
ধর্মইসলাম

প্রাথমিক জীবন ও শিক্ষা

ফারাহ মাহবুবের বাবা বিশিষ্ট আইনজীবী মাহবুবুর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক ডিগ্রী এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন।

কর্মজীবন

ফারাহ মাহবুব ১৯৯২ সালের ১৫ সেপ্টেম্বর জেলা আদালতের একজন উকিল হিসাবে নাম নথিভুক্ত হন। জেলা আদালতে তার সাফল্যের পর, তিনি ১৯৯৪ সালের ৯ এপ্রিল এবং ২০০২ সালের ১৫ মে যথাক্রমে হাইকোর্ট বিভাগ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নথিভুক্ত হন।[1][2] তিনি ২০০৪ সালের ৮ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে উন্নীত হন এবং ২০০৬ সালের ২৩ আগস্ট একই বিভাগের বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।[2] তিনি ২০৩৩ সালের ২৬শে মে অবসর গ্রহণ করবেন।

তিনি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি এবং সৌদি আরব সহ অনেক দেশ সফর করেন।

সম্ভাব্য প্রধান বিচারপতি

৮ই ডিসেম্বর ২০৩২ তারিখে বিচারপতি মামনুন রহমান অবসরে গেলে ফারাহ মাহবুব হবেন বাংলাদেশের জেষ্ঠ্যতম বিচারপতি।

ব্যক্তিগত জীবন

ফারাহ মাহবুব শাহরিয়ার সাঈদ হুসাইন নামক এক ব্যবসায়ীকে বিয়ে করেন। তাদের ফারিশা নামে একটি মেয়ে রয়েছে।

তথ্যসূত্র

  1. "Profile Detail Justice Farah Mahbub"। Think Legal Bangladesh। ২০১৪-১১-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১১-২১
  2. "Judges' List : High Court Division"। Supreme Court of Bangladesh। সংগ্রহের তারিখ ২০১৪-১১-২১

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.