মাহবুবুর রহমান সুফিল

মাহবুবুর রহমান সুফিল একজন বাংলাদেশী ফুটবল খেলোয়াড়। তিনি একজন আক্রমণভাগের খেলোয়াড়। তার বর্তমান ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘ[2]

মাহবুবুর রহমান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মাহবুবুর রহরমান সুফিল
জন্ম (1999-08-10) ১০ আগস্ট ১৯৯৯[1]
জন্ম স্থান মৌলভীবাজার, বাংলাদেশ
মাঠে অবস্থান আক্রমণভাগ
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘ
জার্সি নম্বর ১১
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১৭– আরামবাগ ক্রীড়া সংঘ ২১ (২)
জাতীয় দল
২০১৭- বাংলাদেশ অ-২০ (৪)
২০১৮– বাংলাদেশ অ-২৩ (১)
২০১৮- বাংলাদেশ (১)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ১৬ আগস্ট ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব ক্যারিয়ার

সুফিল ২০১৭-১৮ মৌসুমে আরামবাগ ক্রীড়া সংঘের অধিনায়ক ছিলেন।[2] তার অধীনেই ক্লাবটি ২০১৮ স্বাধীনতা কাপ শিরোপা জয় করে। যা ছিলো ক্লাবটির ৬০ বছরের ইতিহাসে প্রথম শিরোপা।

আন্তর্জাতিক ক্যারিয়ার

সুফিল বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২০ দলের হয়ে কয়েকটি ম্যাচ খেলে।[3]

২৭ মার্চ ২০১৮ তারিখে সুফিল একটি প্রীতি খেলায় লাওসের বিপক্ষে জাতীয় দলের হয়ে তার অভিষেক ঘটে।[4]

আন্তর্জাতিক গোল

অ-২০

#তারিখভেন্যুবিপক্ষ দলস্কোরফলাফলপ্রতিযোগিতা
১৮ সেপ্টেম্বর ২০১৭স্টেডিয়াম, থিম্পু ভারত অ-২০
–৩
৪-৩
সাফ অ-১৮ চ্যাম্পিয়নশিপ
২ নভেম্বর ২০১৭পামির স্টেডিয়াম, দুশান্‌বে মালদ্বীপ অ-১৯
–0
১-০
২০১৮ এএফসি অ-১৯ চ্যাম্পিয়নশিপ
৮ নভেম্বর ২০১৭হিসর সেন্টার স্টেডিয়াম, হিসর শ্রীলংকা অ-১৯–০৪–০২০১৮ এএফসি অ-১৯ চ্যাম্পিয়নশিপ
–০

অ-২৩

#তারিখভেন্যুবিপক্ষ দলস্কোরফলাফলপ্রতিযোগিতা
১৬ আগস্ট ২০১৮পাকানসারি স্টেডিয়াম, সিবিনং থাইল্যান্ড অ-২৩
–০
১–১
২০১৮ এশিয়ান গেমস

জাতীয় দল

বাংলাদেশের গোলসংখ্যা প্রথমে দেখানো হচ্ছে[5]

#তারিখমাঠবিপক্ষ দলস্কোরফলাফলপ্রতিযোগিতা
২৭ মার্চ ২০১৮নতুন লাওস জাতীয় স্টেডিয়াম, ভিয়েনতিয়েন লাওস
–২
২–২
প্রীতি ম্যাচ
৪ সেপ্টেম্বর ২০১৮বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা ভুটান
-২
২-২
২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপ

তথ্যসূত্র

  1. "Abu Sufil - Player Profile 18/19" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১০-২০
  2. "Arambagh, Ctg Abahoni ready to lock horns in Independence Cup final - BFF"www.bff.com.bd
  3. "U19 Boys: The beacon of football renaissance in Bangladesh - BFF"www.bff.com.bd
  4. Independent, The। "FIFA Int'l Friendly: Bangladesh play 2-2 draw with Laos"
  5. "NFT profile"। National Football Teams। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৮
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.