মাতিয়ো কাসোভিস

মাতিয়ো কাসোভিস (ফরাসি: Mathieu Kassovitz) (জন্ম: ৩রা এপ্রিল, ১৯৬৭) ফরাসি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা এবং চিত্রনাট্যকার। তাকে ফরাসি চলচ্চিত্রের উদীয়মান পরিচালক হিসেবে গণ্য করা হয়। কান বিজয়ী চলচ্চিত্র লা হেন এর জন্যই তিনি সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছেন।

মাতিয়ো কাসোভিস
২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসব-এ কাসোভিস
জন্ম (1967-08-03) ৩ আগস্ট ১৯৬৭
পেশাঅভিনেতা, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার
কার্যকাল১৯৭৮–বর্তমান
দাম্পত্য সঙ্গীজুলি মদেউচ
অরোর লাগাশ
ওয়েবসাইটmathieukassovitz.com

পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসমূহ

মাতিয়ো কাসোভিস
  • ২০০৯ - Rebellion (ঘোষিত)
  • ২০০৮ - Babylon A.D. (নির্মাণোত্তর)
  • ২০০৩ - Gothika
  • ২০০১ - অ্যামেলি
  • ২০০০ - Les rivières pourpres (The Crimson Rivers)
  • ১৯৯৭ - Assassin(s)
  • ১৯৯৫ - লা হেন (ঘৃণা)
  • ১৯৯৩ - Métisse (Café au lait)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.