মহেন্দ্র মোহন চৌধুরী

মহেন্দ্র মোহন চৌধুরী (ইংরেজি: Mahendra Mohan Choudhury;অসমীয়া: মহেন্দ্র মোহন চৌধুৰী ) ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন মুক্তিযোদ্ধা ও অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী।তিনি ১৯৭৩ সন থেকে ১৯৭৭ সন পর্যন্ত পাঞ্জাবের রাজ্যপাল রুপে কার্যনির্বাহ করেছিলেন।

মহেন্দ্র মোহন চৌধুরী
Mahendra Mohan Choudhury
মূখ্য মন্ত্রী
কাজের মেয়াদ
১৯৭০  ১৯৭২
নেতাভারতীয় জাতীয় কংগ্রেস
উত্তরসূরীশরৎ চন্দ্র সিংহ
ব্যক্তিগত বিবরণ
জন্মনগাঁও, বরপেটা জেলা, অসম
জাতীয়তাভারতীয়
পেশাসমাজকর্মী
ধর্মহিন্দু

জন্ম ও শিক্ষা

১৯০৯ সনে অসমের বরপেটা জেলার নগাঁও নামক স্থানে মহেন্দ্র মোহন চৌধুরী জন্মগ্রহণ করেন। এল.এল.বি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি মহাত্মা গান্ধীর আহ্বানে ভারত ছাড় আন্দোলনে যোগদান করেন। গোপীনাথ বরদলৈ-এর নেতৃত্বে অসমকে গ্রুপিঙ থেকে রক্ষা করার জন্য ১৯৪৬ সনের ১৫ ডিসেম্বর তারিখে মহাত্মা গান্ধীকে শ্রীরামপুরে সাক্ষাৎ করে অসমকে পূর্ববঙ্গের অংশ না করার জন্য অনুরোধ করা দুই দলের মধ্যে অন্যতম ছিলেন মহেন্দ্র মোহন চৌধুরী।[1]

ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করে ১৯৫৭ সনে তিনি নিখিল ভারতীয় কংগ্রেস কমিটীর সাধারণ সম্পাদক রুপে নিযুক্তি লাভ করেন। ১৯৭০ থেকে ১৯৭২ সন পর্যন্ত তিনি অসমের চতুর্থ মুখ্যমন্ত্রী রুপে নিযুক্তি লাভ করেন। তারপর তিনি ১৯৭৩ সনে থেকে ১৯৭৭ সন পর্যন্ত পাঞ্জাবের রাজ্যপাল হিসেবে কার্যনির্বাহ করেন। এই সময়ে তিনি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্কদেবকে বিভিন্ন রাজ্যে প্রচার করার চেষ্টা করেন। পাঞ্জাবের পাটীয়ালা বিশ্ববিদ্যালয়ে শঙ্করদেব আসন তাঁর প্রচেষ্টার একটি উদাহারণ।[2]। অসমে উন্নত পদ্ধতিতে চাষ করা ও অসমীয়া ভাষাকে স্বীকৃতি দেওয়া তাঁর উল্লেখযোগ্য অবদান।

তথ্যসূত্র

  1. Strangers of the mist:tales of war and peace from India's northeast:by Sanjoy Hazarika আইএসবিএন ০১৪০২৪০৫২৭ (0-14-024052-7)Penguin Group
  2. রংবং তেরাঙ-:মহেন্র মোহন চৌধুরী জন্ম জয়ন্তী স্মৃতিচারণ গ্রন্থ, প্রকাশক আইকন সাহিত্য ন্যাস
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.