মহামিলন (১৯৯৫-এর চলচ্চিত্র)
মহামিলন হল ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। ছবিটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন দিলীপ সোম এবং কাহিনী রচনা করেছেন জেড এ চৌধুরী ও যোসেফ শতাব্দী। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ববিতা, পীযুষ বন্দ্যোপাধ্যায়, সালমান শাহ, শাবনূর ও রাজীব।
মহামিলন | |
---|---|
![]() মহামিলন চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | দিলীপ সোম |
প্রযোজক | জেড এ চৌধুরী |
চিত্রনাট্যকার | দিলীপ সোম |
কাহিনীকার |
|
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আহমেদ ইমতিয়াজ বুলবুল |
চিত্রগ্রাহক | হাসান আহমেদ |
সম্পাদক | আনোয়ার হোসেন মন্টু |
পরিবেশক | সাথী ফিল্মস |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১৪৩ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৯৫ সালের ২২শে সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায়।
কুশীলব
- ববিতা - শাহানা মল্লিক
- পীযুষ বন্দ্যোপাধ্যায় - জাহিদ মল্লিক
- সালমান শাহ - শান্ত
- শাবনূর - সাথী
- রাজীব - কামাল চৌধুরী
- শারমীন
- সুমিতা দেবী - জাহিদের মা
- মেঘলা
- মর্জিনা
- প্রবীর মিত্র
- অমল বোস
- সাইফুদ্দিন
- সেতারা
- আনিস - সদর আলী
- ফরিদ আলী - হাবিলদার
- আজহারুল ইসলাম খান
- আবুল কালাম আজাদ
- ডন - ডন
- তুষার খান - নিসার
- নাদের খান
- সিরাজ হায়দার
- এ কে কোরাঈশী
- সৈয়দ আক্তার আলী
এছাড়া অন্যান্য অপ্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢালু, আব্বাস, গেদু, রাশেদা, জাহানারা, ফাতেমা, মনি, পুনম, ও মাহমুদা।
সঙ্গীত
মহামিলন চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গীত রচনা করেছেন মনিরুজ্জামান মনির। গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আবদুল হাদী, এন্ড্রু কিশোর, শাকিলা জাফর, খালিদ হাসান মিলু, কনকচাঁপা, সালমা জাহান, আগুন, ও এম এ খালেক।
গানের তালিকা
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "পৃথিবীকে সাক্ষী রেখে" | মনিরুজ্জামান মনির | আহমেদ ইমতিয়াজ বুলবুল | কনকচাঁপা ও খালিদ হাসান মিলু | |
২. | "তাকধুম তাকধুম বাজে" | মনিরুজ্জামান মনির | আহমেদ ইমতিয়াজ বুলবুল | আগুন ও কনকচাঁপা | |
৩. | "আমি যে তোমার প্রেমে পড়েছি" | মনিরুজ্জামান মনির | আহমেদ ইমতিয়াজ বুলবুল | কনকচাঁপা ও খালিদ হাসান মিলু | |
৪. | "একদিন দুইদিন" | মনিরুজ্জামান মনির | আহমেদ ইমতিয়াজ বুলবুল | সালমা জাহান ও এম এ খালেক |
তথ্যসূত্র
- "Archive Movie List - 1995"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
- বাংলা মুভি ডেটাবেজে মহামিলন
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মহামিলন (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.