ভোজপুরের যুদ্ধ
ভোজপুরের যুদ্ধ ১৭৪৫ সালের ৩০ জুন তদানীন্তন বাংলার নবাব কর্তৃক শাসিত বিহারের ভোজপুরের নিকটে নবাব আলীবর্দী খানের সৈন্যবাহিনী এবং নবাবের বিদ্রোহী আফগান সেনাপতি গোলাম মুস্তফা খানের সৈন্যদলের মধ্যে সংঘটিত হয়[1][2]। যুদ্ধে বিদ্রোহী আফগানরা শোচনীয়ভাবে পরাজিত হয়[1], এবং তাদের নেতা গোলাম মুস্তফা নিহত হন[1]। গোলাম মুস্তফার ছেলে মুর্তজা খানের নেতৃত্বে আফগান বিদ্রোহীরা পশ্চাৎপসরণ করে[1]।
ভোজপুরের যুদ্ধ | |||||||
---|---|---|---|---|---|---|---|
মূল যুদ্ধ: বর্গির হাঙ্গামা, বাংলায় মারাঠা আক্রমণ (১৭৪৫–১৭৪৯) এবং আফগান বিদ্রোহ (১৭৪৫–১৭৪৮) | |||||||
| |||||||
যুধ্যমান পক্ষ | |||||||
| বিদ্রোহী আফগান সৈন্যদল | ||||||
সেনাধিপতি | |||||||
|
গোলাম মুস্তফা খান † মুর্তজা খান[1] আব্দুর রসুল খান | ||||||
শক্তি | |||||||
| অজ্ঞাত[1] | ||||||
হতাহত ও ক্ষয়ক্ষতি | |||||||
| অজ্ঞাত[1][2] |
আরো দেখুন
তথ্যসূত্র
- ড. মুহম্মদ আব্দুর রহিম, (বাংলাদেশের ইতিহাস), পৃ. ২৯৩–২৯৯
- "Maratha raids into Bengal"। ১৮ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭।
- Jacques, Tony. Dictionary of Battles and Sieges. Greenwood Press. p. 516. আইএসবিএন ৯৭৮-০-৩১৩-৩৩৫৩৬-৫.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.