ভূবিজ্ঞান

ভূবিজ্ঞান হল পৃথিবী ও এর ভূতাত্ত্বিক পদ্ধতিসমুহের বৈজ্ঞানিক আলোচনা।[2] ভূবিজ্ঞানকে গ্রহ বিজ্ঞানের শাখা বিবেচনা করা হয় কিন্তু এর ইতিহাস আরো প্রাচীন। ভূবিজ্ঞানের অন্তর্গত বিষয়সমূহ হল ভূগোল, স্থলমণ্ডল, ও ভূ-পৃষ্ঠে অবস্থিত বৃহৎ নির্মাণাদি এবং বায়ুমণ্ডল, জলমণ্ডল, ও জীবমণ্ডল। সাধারণত ভূবিজ্ঞানীগণ ভূগোল, কালনিরূপণবিদ্যা, পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞানগণিতের উপাদান ব্যবহার করে পৃথিবী কিভাবে বিবর্তিত হয়েছে এবং হচ্ছে তা নিরুপন করেন।

A volcanic eruption is the release of stored energy from below the surface of Earth, originating from radioactive decay and gravitational sorting in the Earth's core and mantle, and residual energy gained during the Earth's formation[1]

গবেষণার ক্ষেত্র

  • ভূতত্ত্ব - অন্তর্গত বিষয়সমূহ হল শিলাগঠিত ভূপৃষ্ঠ এবং এর উন্নয়ন। প্রধান উপশাখাসমূহ হল খনিজ বিজ্ঞানশিলাবিদ্যা, ভূরসায়ন, জীবাশ্মবিজ্ঞান, স্তরবিদ্যা, কাঠামোগত ভূবিদ্যা, প্রকৌশলগত ভূবিদ্যা, এবং পলিবিদ্যা
  • স্থানিক ভূগোল - অন্তর্গত বিষয়সমূহ হল ভূ-প্রকৃতিবিদ্যা, মাটি গবেষণা, জলবিদ্যা, আবহাওয়াবিদ্যা, জলবায়ুবিদ্যা এবং জীবভূগোল[3]
  • ভূপ্রকৃতিবিদ্যাভূগঠন - পৃথিবীর আকার বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ প্রদান করে।
  • মৃত্তিকা বিজ্ঞান - ভূপৃষ্ঠের উপরিভাগ ও মৃত্তিকা গঠন পদ্ধতি বিষয়ে আলোকপাত করে।[4]
  • বাস্তুসংস্থান - বায়োম ও প্রাকৃতিক পরিবেশের মিথষ্ক্রিয়তা নিরুপন করে।
  • জলবিদ্যা - পানির গতি, বণ্টন, ও গুণাগুণ পর্যালোচনা করে।
  • হিমবিদ্যা - পৃথিবীর হিমস্থান (হিমমণ্ডল) নিয়ে আলোকপাত করা হয়।
  • বায়ুমণ্ডলীয় বিজ্ঞান - ভূত্বক ও এক্সোস্পিয়ার (প্রায় ১০০০ কি.মি.) এর মধ্যে অবস্থিত পৃথিবীর গ্যাসীয় অংশ নিয়ে আলোচনা করে। প্রধান উপশাখাসমূহ হল ভূ-প্রকৃতিবিদ্যা, জলবায়ুবিদ্যা, বায়ুমণ্ডলীয় রসায়নবায়ুমণ্ডলীয় পদার্থ বিজ্ঞান

তথ্যসূত্র

  1. Encyclopedia of Volcanoes, Academic Press, London, 2000
  2. "earth science"Memidex/WordNet Dictionary। সংগ্রহের তারিখ ২০১২-০৬-১১
  3. Pidwirny, M. (2006)। "Elements of Geography" 2nd Edition. physicalgeography.net.
  4. "Duane Gardiner, Lecture: Why Study Soils? excerpted from Miller, R.W. & D.T. Gardiner, 1998. Soils in our Environment, 8th Edition". nau.edu.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.