ব্লো-ব্জাং-ছোস-'ফেল (গানদেন ত্রিপা)
ব্লো-ব্জাং-ছোস-'ফেল (তিব্বতি: བློ་བཟང་ཆོས་འཕེལ, ওয়াইলি: blo bzang chos 'phel) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের সাতচল্লিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।
সংক্ষিপ্ত জীবনী
ব্লো-ব্জাং-ছোস-'ফেল সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে তিব্বতের খাম্স অঞ্চলের ঝোল (ওয়াইলি: zhol) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি ইয়েংতাং বৌদ্ধবিহারের দীক্ষালাভ করেন ও ধর্মশিক্ষা শুরু করেন। লাসা শহরে যাত্রা করে দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়, সে-রা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয় এবং গ্যুতো তন্ত্র মহাবিদ্যালয়ে শিক্ষালাভ করেন। দ্গে'-দুন-গ্রাগ্স-পা (ওয়াইলি: dge' dun grags pa) এবং ব্লো-ব্জাং-দ্গে-লেগ্স (ওয়াইলি: blo bzang dge legs) নামক বিখ্যাত লামারা তার উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। ১৬৯১ খ্রিষ্টাব্দে তিনি গ্যুতো তন্ত্র মহাবিদ্যালয়ের প্রধান হিসেবে অধিষ্ঠিত হন। এর কিছুদিনের মধ্যে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ের শার-র্ত্সে (ওয়াইলি: shar rtse) মহাবিদ্যালয়ে প্রশাসনের দায়িত্ব গ্রহণ করেন করেন। এরপর তিনি ম্ঙ্গা'-রিস-ম্থো-ল্দিং (ওয়াইলি: mnga' ris mtho lding) বৌদ্ধবিহারের প্রধান হিসেবে অধিষ্ঠিত হন। এই সময় তার খ্যাতি সমগ্র লাদাখ অঞ্চলে ছড়িয়ে পড়ে। ১৬৯৯ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের সাতচল্লিশতম প্রধান হিসেবে নির্বাচিত হন এবং তিন বছর এই পদে থাকেন। তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন ব্লো-ব্জাং-দার-র্গ্যাস (ওয়াইলি: blo bzang dar rgyas) নামক উনপঞ্চাশতম দ্গা'-ল্দান-খ্রি-পা।[1]
তথ্যসূত্র
- Chhosphel, Samten (ডিসেম্বর ২০১০)। "The Forty-Seventh Ganden Tripa, Lobzang Chopel"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২১।
পূর্বসূরী স্ব্যিন-পা-র্গ্যা-ম্ত্শো |
ব্লো-ব্জাং-ছোস-'ফেল সাতচল্লিশতম দ্গা'-ল্দান-খ্রি-পা |
উত্তরসূরী দোন-গ্রুব-র্গ্যা-ম্ত্শো |