বেথুয়াডহরী রেলওয়ে স্টেশন

বেথুয়াডহরী রেলওয়ে স্টেশন হল পূর্ব রেল জোনের শিয়ালদহ-রাণাঘাট-কৃষ্ণনগর-লালগোলা রেলপথের একটি গ্রামীণ রেলওয়ে স্টেশন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার অন্তর্গত স্টেশনটি বেথুয়াডহরী, নাকাশীপাড়া এবং পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে। যাত্রী ট্রেন (প্যাসেঞ্জার) ইএমইউ এবং এক্সপ্রেস ট্রেনগুলি রেলওয়ে স্টেশনের উপর দিয়ে যায়।

বেথুয়াডহরী
বেথুয়া
গ্রামীণ
বেথুয়াডহরী স্টেশন
অবস্থানএনএইচ ৩৪, বেথুয়াডহরী
বেথুয়াডহরী, পশ্চিমবঙ্গ
 ভারত
স্থানাঙ্ক২৩.৬১১০° উত্তর ৮৮.৩৮৪৬° পূর্ব / 23.6110; 88.3846
উচ্চতা১৮ মিটার
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতপূর্ব রেল
লাইন (সমূহ)শিয়ালদহ - লালগোলা রেলপথ
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরণআদর্শ
পার্কিংনা
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
স্টেশন কোডবিটিওয়াই
ভাড়ার স্থানপূর্ব রেল জোন
ইতিহাস
চালু১৯০৫
বৈদ্যুতীকরণ২০১০
অবস্থান

ইতিহাস

প্রাথমিকভাবে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের অন্তর্গত কলকাতা (শিয়ালদহ)-কুষ্টিয়া রেলপথ ১৮৬২ সালে যাত্রী পরিবহনের জন্য খোলা হয়েছিল। রাণাঘাট - লালগোলার শাখা রেলপথ ১৯০৫ সালে শিয়ালদহ রাণাঘাট রেলপথের একটি সম্প্রসারিত অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই রেলওয়ে স্টেশনটি বেথুয়াডহরী শহরে অবস্থিত। বেথুয়াডহরী ও শিয়ালদহের মধ্যবর্তী রেল দূরত্ব ১২৬ কিলোমিটার (৯৬ মাইল)। ভারতীয় রেলওয়ে দ্বারা দ্বৈত ট্র্যাকের বিদ্যুতায়ন এবং উদ্বোধনের পর, এই স্টেশনটি তিনটি প্ল্যাটফর্মে পরিবর্তিত ও পুনর্নির্মিত করা হয়েছিল।[1][2]

ট্রেন

স্টেশনের মধ্য দিয়ে চলাচলকারী ট্রেনগুলির সংখ্যা ২২ টি। লালগোলা প্যাসেঞ্জার , হাজারদুয়ারী এক্সপ্রেস এবং ভাগীরথী এক্সপ্রেস স্টেশনটিতে দাঁড়ায়।[3]

বৈদ্যুতিকীকরণ

রাণাঘাট-লালগোলা বিভাগকে ২০১০ সালে বিদ্যুতায়িত করা হয়েছে।[4][5]

তথ্যসূত্র

  1. "Distance Summary"alldistancebetween.com। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৮
  2. "Eastern Bengal Railway"irfca.org। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৮
  3. "Arrivals at BTY/Bethuadahari"indiarailinfo.com। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৮
  4. "Krishnanagar-Lalgola Railway Electrification"projectstoday.com। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৮
  5. The Indian Railways Fan Club। "History of Electrification"। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.