বেটা (চলচ্চিত্র)

বেটা (হিন্দি: बेटा, অনুবাদ 'পুত্র') হল ইন্দ্র কুমার পরিচালিত ১৯৯২ সালের ভারতীয় হিন্দি ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন নৌশির খাতাউ ও কমলেশ পাণ্ডে। ছবিতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন অনিল কাপুর, মাধুরী দীক্ষিতঅরুণা ইরানী

বেটা
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
बेटा
পরিচালকইন্দ্র কুমার
প্রযোজক
  • ইন্দ্র কুমার
  • অশোক থাকেরিয়া
রচয়িতা
  • কমলেশ পাণ্ডে (সংলাপ)
  • নৌশির খাতাউ
চিত্রনাট্যকার
  • জ্ঞানদেব অগ্নিহোত্রী
  • রাজীব কৌল
  • প্রফুল পারেখ
কাহিনীকারকে. ভাগ্যরাজ
শ্রেষ্ঠাংশে
সুরকারআনন্দ-মিলিন্দ
চিত্রগ্রাহকবাবা আজমী
সম্পাদকহুসাইন বার্মাওয়ালা
প্রযোজনা
কোম্পানি
মারুতি ইন্টারন্যাশনাল
মুক্তি৩ এপ্রিল ১৯৯২
দৈর্ঘ্য১৭২ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
আয়১৩ কোটি[1]

ছবিটি ১৯৯২ সালের ৩রা এপ্রিল ভারতে মুক্তি পায় এবং সে বছরের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় শীর্ষে অবস্থান করে।[1] ছবিটি শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রীসহ পাঁচটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে।[2]

কুশীলব

  • অনিল কাপুর - রাজু
  • মাস্টার বান্টি - রাজু (কিশোর বয়সে)
  • মাধুরী দীক্ষিত - সরস্বতী
  • অরুণা ইরানী - লক্ষ্মী
  • লক্ষ্মীকান্ত বের্দে - পাণ্ডু
  • অনুপম খের - তোলারাম
  • প্রিয়া অরুণ - চম্পা
  • কুনিকা সদানন্দ - কুনিকা
  • আদি ইরানী - রমেশ
  • ভারতী আচরেকর - ময়নাবতী
  • ব্রিজ গোপাল - বাইরন সিং রানা

সঙ্গীত

চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আনন্দ-মিলিন্দ। দিলীপ সেন-সমীর সেন, অমর-উৎপল ও নরেশ শর্মার সুরকৃত কয়েকটি গান মূল অ্যালবামে যুক্ত ছিল কিন্তু চলচ্চিত্রের পর্দায় তাদের নাম আসেনি। চলচ্চিত্রের অ্যালবামটি প্রকাশ করে টি-সিরিজ। এটি সে বছরের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত অ্যালবাম ছিল।[3]

গানের তালিকা

নং.শিরোনামসুরকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."ধক ধক করনে লাগা"আনন্দ-মিলিন্দউদিত নারায়ণঅনুরাধা পাড়োয়াল৫:২০
২."কোয়েল সে তেরি বোলি"আনন্দ-মিলিন্দউদিত নারায়ণ ও অনুরাধা পাড়োয়াল৫:৩৮
৩."সাইয়াঁ জি সে চুপকে"আনন্দ-মিলিন্দউদিত নারায়ণ ও অনুরাধা পাড়োয়াল৭:৩০
৪."সাজনা ম্যাঁয় তেরি"আনন্দ-মিলিন্দঅনুরাধা পাড়োয়াল ও ভিপিন সাচদেবা৭:১৪
৫."খুশিওঁ কে দিন আয়ি হ্যায়"আনন্দ-মিলিন্দঅনুরাধা পাড়োয়াল৫:৫৭

পুরস্কার ও মনোনয়ন

ফিল্মফেয়ার পুরস্কার
  • বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা - অনিল কাপুর
  • বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রী - মাধুরী দীক্ষিত
  • বিজয়ী: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী - অরুণা ইরানী
  • বিজয়ী: শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী - অনুরাধা পাড়োয়াল
  • বিজয়ী: শ্রেষ্ঠ নৃত্য পরিচালক - সরোজ খান
  • মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র - বেটা (ইন্দ্র কুমার ও অশোক থাকেরিয়া)
  • মনোনীত: শ্রেষ্ঠ পরিচালক - ইন্দ্র কুমার
  • মনোনীত: শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী - লক্ষ্মীকান্ত বের্দে
  • মনোনীত: শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক - আনন্দ-মিলিন্দ

তথ্যসূত্র

  1. "Box Office 1992"বক্স অফিস ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮
  2. "Filmfare winners of the year 1993"ফিল্মফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮
  3. "Beta second most sold music album of 1992"। ১৪ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.