বিপ্লব কুমার দেব

বিপ্লব কুমার দেব ত্রিপুরার একজন ভারতীয় রাজনীতিবিদ। ০৭ জানুয়ারি ২০১৬ থেকে তিনি ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ছিলেন। তিনি ২০১৮-এ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সিপিআইএম-এর বিপক্ষে জয়ী হন।

বিপ্লব কুমার দেব
ত্রিপুরার ১০ম মুখ্যমন্ত্রী
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৮ মার্চ ২০১৮ [1]
গভর্নরতথাগত রায়
পূর্বসূরীমাণিক সরকার
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1971-11-25) ২৫ নভেম্বর ১৯৭১
উদয়পুর, ত্রিপুরা, ভারত[2]
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি

প্রাথমিক জীবন এবং পটভূমি

তিনি [বাংলাদেশে জন্মগ্রহণ গ্রহণ করেন। [2][3]

রাজনৈতিক জীবন

ব্যক্তিগত জীবন

তিনি নিতী দেবকে বিয়ে করেন। তাদের একটি মেয়ে এবং একটি পুত্র সন্তান আছে।

বিতর্কিত মন্তব্য

বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করার কারণে তিনি সমালোচনার মুখে পড়েছেন। পৌরাণিক যুগে ইন্টারনেটের ব্যবহার কিংবা গৌতম-বুদ্ধের পায়ে হেঁটে সাগরপার নিয়ে মন্তব্য করে আগেই বিতর্কে জড়িয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ২৮ আগস্ট , ২০১৮ য় তিনি বলেন , খাল-বিল, নদী অথবা জলাশয়ে হাঁস সাঁতার কাটলে স্বাভাবিকভাবেই জলে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়। [4]

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.