বিকনা রেলওয়ে স্টেশন

বিকনা রেলস্টেশন দক্ষিণ পূর্ব রেল অঞ্চলের আদ্রা রেল বিভাগের অন্তর্গত বাঁকুড়া-মাসগ্রাম লাইনের একটি রেল স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার বিকনায় অবস্থিত।[1]

বিকনা
ভারতীয় রেল স্টেশন
অবস্থানবিকনা, বাঁকুড়া জেলা, পশ্চিমবঙ্গ
ভারত
স্থানাঙ্ক২৩°১৪′৩৬″ উত্তর ৮৭°০৫′৫০″ পূর্ব
উচ্চতা৮২.০০ মিটার (২৬৯.০৩ ফু)
মালিকানাধীনভারতীয় রেল
পরিচালিতদক্ষিণ পূর্ব রেল
লাইন (সমূহ)বাঁকুড়া-মসাগ্রাম রেলপথ
প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরণআদর্শ (স্থল)
পার্কিংনা
অন্য তথ্য
অবস্থাপরিচালনাগত
স্টেশন কোডবিকেএনও
বিভাগ(সমূহ) আদ্রা
ইতিহাস
চালু১৯১৬
বন্ধ হয়েছে১৯৯৫
পুনর্নির্মিত২০০৫
বৈদ্যুতীকরণ২০১৮-১৯
আগের নামবাঁকুড়া দামোদর রেলওয়ে
পরিসেবাসমূহ
পূর্ববর্তী স্টেশন   ভারতীয় রেলওয়ে   পরবর্তী স্টেশন
দক্ষিণ পূর্ব রেল
অবস্থান
বিকনা রেলওয়ে স্টেশন
পশ্চিমবঙ্গে অবস্থান

ইতিহাস

বাঁকুড়াবর্ধমান জেলার বাঁকুড়া এবং রায়নগরকে সংযোগকারী পুরানো মিটার গেজ বাঁকুড়া – দামোদর রেলপথ (যাকে বাঁকুড়া দামোদর নদী রেলওয়েও বলা হয়) ১৯১৬-১১সালের মধ্যে ট্রেন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। ২০০৫ সালে, বাঁকুড়া – মাসগ্রাম লাইন নামে পরিচিত ১১৮ কিলোমিটার দীর্ঘ রেলপথটি ১,৬৭৬ মিমি (৫ ফুট ৬ ইঞ্চি) ব্রডগেজে রূপান্তরিত হয়।[2] পুরো ট্র্যাকটি ২০১৮-১৯ সালে বিদ্যুতায়িত হয়।[3]

তথ্যসূত্র

  1. "BKNO/Bikna"। সংগ্রহের তারিখ জুন ৯, ২০১৯
  2. "Indian Railway History Time line"। সংগ্রহের তারিখ জুন ৮, ২০১৯
  3. "Electrification of Masagram-Bankura stretch to cut travel time"business-standard.com। সংগ্রহের তারিখ জুন ৮, ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.