বারি মেয়ার

বারি জন মেয়ার (জন্ম: ২১ আগস্ট, ১৯৩২ - মৃত্যু: ১৩ সেপ্টেম্বর, ২০১৫) বোর্নমাউথ এলাকায় জন্মগ্রহণকারী ইংল্যান্ডের বিশিষ্ট ফুটবলার, ক্রিকেটার ও পরবর্তীকালে ক্রিকেট আম্পায়ার ছিলেন।[1] কাউন্টি ক্রিকেটে গ্লুচেস্টারশায়ারের পক্ষে খেলেছেন বারি মেয়ার। ক্লাব দলে তিনি মূলতঃ উইকেট-কিপার ছিলেন। কিন্তু ব্যাটসম্যান হিসেবে তিনি তেমন সফলতা দেখাতে পারেননি।

বারি মেয়ার
ব্যক্তিগত তথ্য
জন্ম(১৯৩২-০৮-২১)২১ আগস্ট ১৯৩২
বোর্নমাউথ, হ্যাম্পশায়ার, ইংল্যান্ড
মৃত্যু১৩ সেপ্টেম্বর ২০১৫(2015-09-13) (বয়স ৮৩)
ডার্বা, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাউইকেট-কিপার
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৫৭-৭১গ্লুচেস্টারশায়ার
আম্পায়ারিং তথ্য
টেস্ট আম্পায়ার২৬ (১৯৭৮–১৯৯৩)
ওডিআই আম্পায়ার২৩ (১৯৭৭–১৯৯৩)
উৎস: ক্রিকইনফো, ১৭ সেপ্টেম্বর ২০১৫

ফুটবল খেলোয়াড়ী জীবন
মাঠে অবস্থান ফরোয়ার্ড
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
ব্রিস্টল রোভার্স ১৩৯ (৬০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে।
† উপস্থিতি(গোল সংখ্যা)।

ব্রিস্টল রোভার্সের পক্ষে ফুটবল খেলেন। ১৩৯ খেলায় অংশ নিয়ে ৬০ গোল করেছিলেন তিনি। এছাড়াও তিনি প্লাইমাউথ আর্জিল, নিউপোর্ট কাউন্টি, ব্রিস্টল সিটি ও হেয়ারফোর্ড ইউনাইটেডের প্রতিনিধিত্ব করেন।

গ্রীষ্মে গ্লুচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের গ্রাউন্ডস্টাফ হিসেবে কাজ করেছেন। ১৯৫৭ থেকে ১৯৭১ সময়কালে ৪০৬টি প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়ে উইকেট-রক্ষণে থেকে ৭০৭টি ক্যাচসহ ১১৯টি স্ট্যাম্পিংয়ের সাথে নিজেকে সম্পৃক্ত্ করেন। কিন্তু তুলনামূলকভাবে ব্যাটিংয়ে তার অংশগ্রহণ বেশ দূর্বলমানের ছিল। ১৪.১৯ ব্যাটিং গড়ে রান তুলেছেন তিনি। তন্মধ্যে তার সর্বোচ্চ সংগ্রহ ছিল ৬৩।

ফুটবল ও ক্রিকেট খেলা থেকে অবসর নেয়ার পর ক্রিকেট আম্পায়ার হিসেবে নিজেকে জড়িত রাখেন। ১৯৭৮ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ইংল্যান্ডে ২৬ টেস্ট পরিচালনা করেছেন তিনি। তন্মধ্যে, হেডিংলিতে ১৯৮১ মৌসুমের অ্যাশেজ টেস্টও পরিচালনা করেন। এছাড়াও ১৯৭৭ থেকে ১৯৯৩ মেয়াদে একদিনের আন্তর্জাতিকে ২৩ খেলায় অংশ নেন। তন্মধ্যে, লর্ডসে অনুষ্ঠিত ১৯৭৯ ও ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলা দু’টো বিখ্যাত আম্পায়ার ডিকি বার্ডের সাথে সফলতার সাথে পরিচালনা করেন।[2]

২০০৬ সালে অ্যান্ড্রু হিগনেলের সাথে যৌথভাবে আত্মজীবনীমূলক গ্রন্থ গেটিং ইট রাইট প্রকাশ করেন। তার সন্তান আর্দ্রিয়ানও ফুটবলার ছিলেন। ৮৩ বছর বয়সে ২০১৫ সালে তার দেহাবসান ঘটে।[3]

তথ্যসূত্র

  1. "Former umpire Barrie Meyer dies aged 83"ESPN Cricinfo। ১৭ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৫
  2. "Barrie Meyer"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৪
  3. "Former Bristol City and Bristol Rovers footballer and Gloucestershire cricketer Barrie Meyer dies"Bristol Post। ১৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৫

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.