বাদামিচাঁদি কাঠকুড়ালি
বাদামিচাঁদি কাঠকুড়ালি বা Dendrocopos nanus হল এক প্রজাতির ছোট আকৃতির কাঠঠোকরা। নেপাল, ভারত, শ্রীলঙ্কা এদের মূল আবাস। টম্পসন পাখিটি বাংলাদেশের সুন্দরবন ও সিলেটে দেখা গেছে বলে উল্লেখ করেছেন।[2] বাংলাদেশ থেকে সংগৃহীত কোন নমুনা এখন পর্যন্ত পাওয়া যায় নি। তবে অনিয়মিত পাখি হিসেবে এদেশে প্রজাতিটিকে দেখা যেতেও পারে।
বাদামিচাঁদি কাঠকুড়ালি Dendrocopos nanus | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | Piciformes |
পরিবার: | Picidae |
গণ: | Dendrocopos |
প্রজাতি: | D. nanus |
দ্বিপদী নাম | |
Dendrocopos nanus (Vigors, 1832) | |
বর্ণনা
এরা খুব ছোটো আকারের কাঠঠোকরা যারা বাদামী এবং সাদা রঙের মিশ্রণে হয়। এবং এদের গায়ের রঙ হল গোলাপী-প্রান্তবেষ্টনীহীন সাদা রামধনু। এদের শরীরের ওপরে থাকে গাঢ় বাদামী রঙের হয় এবং নীচের দিকের রঙ হয় ধুসর রঙের। এদের ল্যাজ হয় ছিট-ছিটে সাদা রঙের। হাল্কা বাদামী মাথার রঙ হয় এবং ছেলেদের ক্ষেত্রে এর রঙ আরোও গাঢ় লাল হয়। এদের ভ্রূ এবং গাল হয় সাদা রঙের।
তথ্যসূত্র
- BirdLife International (২০১২)। "Dendrocopos nanus"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩।
- Thompson et al, 'Recent notable records from Bangladesh', Forktail 9: 13-44, 1993.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.