বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম
বাংলা ভাষায় রচিত সাহিত্যকর্ম বাংলা সাহিত্য নামে পরিচিত। আনুমানিক খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর মাঝামাঝি বাংলা ভাষায় সাহিত্য রচনার সূত্রপাত হয়।

চর্যাপদ পুঁথির একটি পৃষ্ঠা
বাংলা ভাষা তথা বিশ্বের সকল সাহিত্যে সাহিত্যিকরা অনেক সময় নিজেদের নাম আত্মগোপন করে অন্যকোন নামে সাহিত্য রচনা করতেন। বাংলা ভাষাতেও এর ব্যতিক্রম হয়নি। অনেক কবি, সাহিত্যিক,উপন্যাসিক, নাট্যকার তাদের আসল নাম গোপন করে ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। নিম্নে তার একটি তালিকা দেওয়া হল।
সময়কাল | জন্মস্থান | প্রকৃত নাম | ছদ্মনাম | বিশেষত্ব | টীকা |
---|---|---|---|---|---|
১৯০৩-১৯৭৬ | নোয়াখালী, বাংলাদেশ | অচিন্ত্যকুমার সেনগুপ্ত | নীহারিকা দেবী | কবি, ঔপন্যাসিক | |
১৮৮২-১৯৫৮ | অনুরূপা দেবী | অনুপমা দেবী | ঔপন্যাসিক | ||
১৯০৪-২০০২ | উড়িষ্যা, ভারত | অন্নদাশংকর রায় | লীলাময় রায় | কবি, ঔপন্যাসিক, প্রবন্ধকার | |
অহিদুর রেজা | হাসন রাজা | ||||
১৯২৭-১৯৭১ | ফেনী, বাংলাদেশ | আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ | শহীদুল্লা কায়সার | ঔপন্যাসিক | |
আবুল ফজল | শমসের উল আজাদ | ||||
আবুল হোসেন মিয়া | আবুল হাসান | ||||
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | কস্যচিৎ উপযুক্ত ভাইপো | ||||
এম. ওবায়দুল্লাহ | অাসকার ইবনে শাইখ | ||||
১৮৫৭-১৯৫১ | ঢাকা, বাংলাদেশ | কাজেম আল কোরেশী | কায়কোবাদ | কবি | |
কাজী নজরুল ইসলাম | নুরু; নুরুল ইসলাম | [1] | |||
কালিকানন্দ | অবধূত | ||||
কালীপ্রসন্ন সিংহ | হুতোম পেঁচা | ||||
কামিনী রায় | জনৈক বঙ্গমহিলা | ||||
চারুচন্দ্র চক্রবর্তী | জরাসন্ধ | ||||
জমীরউদ্দীন মোল্লা | |||||
১৮৯৮-১৯৭১ | বীরভূম, ভারত | তারাশংকর বন্দ্যোপাধ্যায় | হাবু শর্মা | ঔপন্যাসিক, ছোটগল্পকার | |
দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার | দৃষ্টিহীন; মধুসূদন মজুমদার | ||||
১৯১৮-১৯৭০ | বালিয়াডাঙ্গী, বাংলাদেশ | নারায়ণ গঙ্গোপাধ্যায় | সুনন্দ | ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার | |
১৯১১-১৯৮৬ | নড়াইল, বাংলাদেশ | নীহাররঞ্জন গুপ্ত | দাদাভাই; বাণভট্ট | ঔপন্যাসিক | |
প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় | মানিক বন্দ্যোপাধ্যায় | ||||
১৮৬৮-১৯৪৬ | পাবনা, বাংলাদেশ | প্রমথ চৌধুরী | বীরবল | কবি, প্রাবন্ধিক | |
প্রেমেন্দ্র মিত্র | কৃত্তিবাস ভদ্র; লেখরাজ সামন্ত | ||||
প্যারীচাঁদ মিত্র | টেকচাঁদ ঠাকুর | ||||
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | কমলাকান্ত | ||||
বলাইচাঁদ মুখোপাধ্যায় | বনফুল | ||||
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় | যাযাবর | ||||
বিভূতিভূষণ মুখোপাধ্যায় | ক্বচিৎ প্রৌঢ় | ||||
বিমল ঘোষ | মৌমাছি | ||||
বিমল মিত্র | জাবালি | ||||
বিহারীলাল চক্রবর্তী | ভোরের পাখি | ||||
মইনুদ্দিন অাহমেদ | সেলিম অাল দীন | ||||
মণিশঙ্কর মুখোপাধ্যায় | শংকর | ||||
মণীশ ঘটক | যুবনাশ্ব | ||||
মনিরুজ্জামান | হায়াৎ মামুদ | ||||
মহাশ্বেতা দেবী | সুমিত্রা দেবী | ||||
মাইকেল মধুসূদন দত্ত | এ নেটিভ | ||||
মীর মশাররফ হোসেন | গৌড়তটবাসী মশা; উদাসীন পথিক; গাজী মিয়াঁ | ||||
মোহাম্মদ জহিরুল্লাহ | জহির রায়হান | ||||
মোহিতলাল মজুমদার | কৃত্তিবাস ওঝা; সত্যসুন্দর দাস | ||||
মোঃ শহীদুল হক | শহীদুল জহির | ||||
১৮৬১-১৯৪১ | জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ভারত | রবীন্দ্রনাথ ঠাকুর | ভানুসিংহ ঠাকুর | ||
রাজশেখর বসু | পরশুরাম | ||||
রোকনুজ্জামান খান | দাদাভাই | ||||
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | অনিলা দেবী | ||||
শম্ভু মিত্র | প্রসাদ দত্ত; শ্রী সঞ্জীব; সুরঞ্জন চট্টোপাধ্যায় | ||||
শেখ অাজিজুর রহমান | শওকত ওসমান | ||||
সতীনাথ ভাদুড়ী | চিত্রগুপ্ত | ||||
১৯২৪-১৯৮৮ | বিক্রমপুর, বাংলাদেশ | সমরেশ বসু | কালকূট; ভ্রমর | ||
১৯৩৪-২০১২ | মাদারীপুর, বাংলাদেশ | সুনীল গঙ্গোপাধ্যায় | নীল উপাধ্যায়; নীল লোহিত; সনাতন পাঠক | ||
সুভাষ মুখোপাধ্যায় | সুবচনী | ||||
সোমেন চন্দ | ইন্দ্রকুমার সোম | ||||
১৯০৪-১৯৭৪ | করিমগঞ্জ, আসাম | সৈয়দ মুজতবা আলী | প্রিয়দর্শী; ওমর খৈয়াম; মুসাফির; সত্য পীর | ||
১৮৩৩-১৮৯৬ | কুষ্টিয়া, বাংলাদেশ | হরিনাথ মজুমদার | কাঙাল হরিনাথ | ||
- এটি ঠিক সে অর্থে ছদ্মনাম নয়, তবে নজরুল “বাঁধন-হারা” এবং দু-একটি অাত্মজৈবনিক রচনায় এই নাম ব্যবহার করেছেন।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.