বড়োল্যান্ড
বড়োল্যান্ড (অসমীয়া: বড়োলেণ্ড) বা বড়োল্যান্ড টেরিটরিয়াল এরিয়া ডিষ্ট্রিক্টস (সংক্ষেপে বিটিএডি) হল আসামের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। চারটি জেলা নিয়ে বড়োল্যান্ড সৃষ্টি হয়েছে। সেইগুলি হল যথাক্রমে কোকড়াঝাড় জেলা, বক্সা জেলা, ওদালগুরি জেলা এবং চিরাং জেলা। অঞ্চলটির ক্ষেত্রফল প্রায় ৮,০০০ বর্গ কিলোমিটার। বড়ো আন্দোলনের প্রেক্ষিতে ২০০৩ সালে হওয়া বড়ো চুক্তির ফলাফল হিসাবে বড়োল্যান্ড গঠন করা হয়েছিল।[1]
বড়োল্যান্ড बर'लेन्द | |
---|---|
স্বায়ত্তশাসিত অঞ্চল | |
বড়োল্যান্ড টেরিটরিয়াল এরিয়া ডিষ্ট্রিক্টস | |
![]() আসামের মানচিত্রে বড়োল্যান্ডের অবস্থিতি | |
দেশ | ![]() |
রাজ্য | আসাম |
প্রতিষ্ঠা | ১০ ফেব্রুয়ারি, ২০০৩ |
মুখ্য কার্যালয় | কোকরাঝার |
জেলা | ৪ |
সরকার | |
• শাসক | বড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল (বিটিসি) |
• অধ্যক্ষ | ত্রিদিপ দৈমারী |
• উপ অধ্যক্ষ | নেরশন বড়ো |
• মুখ্য কার্যবাহী কর্মী | হাগ্রামা মহিলারী |
• সহকারী মুখ্য কার্যবাহী কর্মী | কাম্পা বরগয়ারী |
আয়তন | |
• মোট | ৮৮২১ কিমি২ (৩৪০৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩১,৫৫,৩৫৯ |
• জনঘনত্ব | ৩৬০/কিমি২ (৯৩০/বর্গমাইল) |
বিশেষণ | বড়ো |
ভাষা | |
• সরকারী | বড়ো, অসমীয়া, ইংরাজী, হিন্দী |
সময় অঞ্চল | ভামাস (ইউটিসি+৫:৩০) |
ওয়েবসাইট | www |
ভূগোল
বড়োল্যান্ডের সীমারেখা ২৬° ৭' ১২" উত্তর অক্ষরেখা থেকে ২৬° ৪৭' ৫০" উত্তর অক্ষরেখা এবং ৮৯° ৪৭' ৪০" পূর্ব থেকে ৯২° ১৮' ৩০" পূর্ব দ্রাঘিমারেখা পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। এর ৩% ব্যক্তি শহরে বাস করে। বড়োল্যান্ডে ৫০০ বর্গ কিলোমিটার জুড়ে মানাহ জাতীয় উদ্যান আছে।[2] সেইমতো বড়োল্যান্ড ভৌগোলিকভাবে ভূটান এবং অরুণাচল প্রদেশের সাথে সীমা ভাগাভাগি করে আছে। ভারত-ভূটান আন্তর্জাতিক সীমান্তের একটি বৃহৎ অংশ বড়োল্যান্ডের অধীনে আছে। অন্যান্য সীমান্ত জেলা হল ধুবুরী জেলা, বঙাইগাঁও জেলা, বরপেটা জেলা, নলবারী জেলা, কামরূপ জেলা, দরং জেলা এবং শোণিতপুর জেলা।[3]
জনবিন্যাস
বড়োল্যান্ডে জনবিন্যাসগতভাবে বড়ো জনগোষ্ঠী সর্বাধিক সংখ্যায় আছে। ২০১১ সালের জনগণনার তথ্য অনুসারে বড়োল্যান্ডের ৩০.৫% লোক বড়ো ভাষী, ২৬.৮% লোক অসমীয়া ভাষী, ২৩.৭% বাংলা ভাষী।
অর্থনীতি
অর্থনৈতিকভাবে বড়োল্যান্ড এখন তেমন বেশি উন্নত হয়নি৷ অঞ্চলটি মূলতঃ কৃষিনির্ভর।
শিক্ষা
২০০৯ সালে কোকরাঝাড় অঞ্চলে বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল।[4] সাম্প্রতিককালে বড়োল্যান্ডে সাক্ষরতার হার হয়েছে ৬১.৩%।
প্রশাসন
সংবিধানের ষষ্ঠ অনুসূচীর অন্তর্গত বড়োল্যান্ডের মুখ্য কার্যালয় কোকরাঝাড় জেলায়। বড়োল্যান্ড ক্ষেত্রীয় পরিষদ (বড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল, সংক্ষেপে বিটিসি)-এ এই অঞ্চলটি পরিচালনা করে। প্রথম অবস্থায় বিটিসির সদস্যের সংখ্যা ছিল ৩০ জন। ষষ্ঠ অনুসূচীর ২(১) অনুচ্ছেদটির সংশোধন করে বর্তমান এর সংখ্যা ৪৬ জন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই ৪৬ জনের ভিতর ৩০টি আসন অনুসূচীতে জনজাতির জন্য সংরক্ষিত, ৫টি আসন অজনজাতির জন্য সংরক্ষিত করে রাখা আছে, ৫টি আসন সকলের জন্য মুক্ত এবং ৬টি আসন রাজ্যপাল দ্বারা মনোনীত। অর্থাৎ বিটিসির মোট সদস্য সংখ্যার ভিতর ৪০ জন নির্বাচিত এবং ৬ জন মনোনীত।[3]
প্রতি পাঁচ বছরে অন্তত ১টি নির্বাচন অনুষ্ঠিত হয়। আসাম সরকারের জ্ঞাপন নং TAD/BTC/161/2003/6-র অধীনে বিটিসির হাতে ৪০ টা বিষয়ে ক্ষমতা প্রদান করা হয়েছে। কৃষি, পশুপালন, শিক্ষা, সংস্কৃতি, মীন পালন, বন এবং পরিবেশ, জন্ম-মৃত্যুর পঞ্জীয়ন ইত্যাদি কতগুলি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় বিটিসির ক্ষমতার ভিতর অন্তর্ভুক্ত হয়ে আছে।[3]
প্রশাসনীয় বিভাগ
বড়োল্যান্ড চারটি জেলা নিয়ে গঠিত।[5] ১০ টা মহকুমা এবং ৪০ টা উন্নয়নখণ্ড আছে।[6]
নং | জেলার নাম | মহকুমা | ক্ষেত্রফল (বর্গ কিলোমিটার) |
জনসংখ্যা (২০১১র জনগণনা) |
---|---|---|---|---|
১ | কোকড়াঝাড় জেলা | কোকড়াঝাড়, গোঁসাইগাঁও, পার্বতিজরা | ৩,১৬৯.২০ | ৮৮৭,১৪২ |
২ | চিরাং জেলা | চিরাং, বিজনী | ১,০৬৯.৯৬ | ৪৮২,১৬২ |
৩ | বাক্সা জেলা | শালবারী, তামুলপুর | ৩,০৫৬.৮৯ | ৯৫০,০৭৫ |
৪ | ওদালগুরি জেলা | ওদালগুড়ি, ভেরগাঁও | ১,৬৭৩.৯৩ | ৮৩১,৬৬৮ |
সর্বমোট | ৮,৯৬৯.৯৮ | ৩,১৫১,০৫৭ |
তথ্যসূত্র
- "Bodoland Territorial Council (BTC) Accord"। cdpsindia.org। ১৯ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৯।
- "Manas National Park"। www.manasnationalpark.co.in। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০।
- "Administrative Structure, Powers and Functions of the BTC" (PDF)।
- "Bodoland University"। bodolanduniversity.ac.in। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০।
- "Bodoland at a Glance"। bodoland.in। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০।
- "Bodoland - About us"। www.bodoland.in। সংগ্রহের তারিখ ২০১৯-১০-৩০।