বক্সা জেলা

বাক্সা জেলা হচ্ছে উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের সাতাশটি জেলার মধ্যে একটি। এ জেলা বড়োলেণ্ড স্বায়ত্বশাসিত পরিষদ-এর অন্তৰ্ভুক্ত। ২০০৩ সনে এটিকে নতুন জেলারূপে ঘোষণা করা হয়। বাক্সা জেলার আয়তন প্ৰায় ২৪০০ বৰ্গকিলোমিটার।

বাক্সা জেলা
জেলা
বাক্সা জেলাতে অবস্থিত মানস জাতীয় উদ্যান
দেশ ভারত
রাজ্যঅসম
সদরমুছলপুর
আয়তন
  মোট২৪০০ কিমি (৯০০ বর্গমাইল)
জনসংখ্যা (2011)
  মোট৯,৫৩,৭৭৩
  জনঘনত্ব৪৭৫/কিমি (১২৩০/বর্গমাইল)
সময় অঞ্চলভারতীয় মান সময় (ইউটিসি+5:30)
ওয়েবসাইটBaksa.gov.in/

ইতিহাস

২০০৩ সনের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত বি টি সি চুক্তিমতে আসামের চারটি জেলা- কোকরাঝাড়, বাক্সা, চিরাং এবং ওডালগুড়িকে নিয়ে বড়োলেণ্ড স্বায়ত্বশাসিত অঞ্চল স্থাপিত হয়। বরপেটা, নলবাড়ি, কামরূপ এবং দরং জেলার অংশবিশেষ নিয়ে বাক্সা জেলার সৃষ্টি করা হয়েছে।[1] ২০০৩ সনের অক্টোবরে এটিকে জেলা ঘোষণা করা হয় এবং ২০০৪ সনের ১ জুনের পর থেকে আনুষ্ঠানিকভাবে কাজকর্ম আরম্ভ হয়।[2] বাক্সার প্ৰথম উপায়ুক্ত ছিল ড: আনোয়ারুদ্দিন চৌধুরী।

ভৌগোলিক তথ্য

বাক্সা জেলটি আসামের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত। বাক্সা জিলার উত্তরে আছে ভূটান, দক্ষিণে আছে বরপেটা, নলবাড়ি এবং কামরূপ জেলা, এবং পশ্চিমে আছে চিরাং জেলা। জেলার আয়তন প্ৰায় ২৪০০ বৰ্গ কিলোমিটাৰ।[1] সদর দপ্তর স্থান মুছলপুর আসামের রাজধানী দিসপুর থেকে প্ৰায় ১০৫ কিলোমিটার দূরে অবস্থিত।

জনগোষ্ঠী

বক্সা জেলায় বরো‚ রাভা‚ কোচ-রাজবংশী‚ আদিবাসী‚ নেপালী‚ মদাহী আদি প্রভৃতি জনগোষ্ঠী রয়েছে।

তথ্যসূত্র

  1. "About the Baksa district"। District administration, Baksa। সংগ্রহের তারিখ জুন ২২, ২০১২
  2. Law, Gwillim (২০১১-০৯-২৫)। "Districts of India"Statoids। সংগ্রহের তারিখ ২০১১-১০-১১
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.