প্রাক-সক্রেতীয় দর্শন
প্রাক-সক্রেতীয় দর্শন বলতে সক্রেটিসের পূর্বে জন্মগ্রহণকারী দার্শনিকদের দর্শনকে বোঝায়। প্রাক-সক্রেটীয় শব্দটি অবশ্য অনেক পরে ব্যবহৃত হয়েছে। ১৯০৩ সালে প্রকাশিত Die Fragmente der Vorsokratiker (The Fragments of the Pre-Socratics) গ্রন্থে প্রথমবারের মত "প্রাক-সক্রেটীয়" শব্দটির উল্লেখ পাওয়া যায়। এই বইয়ের লেখক হলেন Hermann Alexander Diels।
সক্রেটিসের পূর্বে বিখ্যাত দার্শনিকদের সবাই গুরুত্বপূর্ণ সব বই লিখে গেছেন। কিন্তু তাদের কোন রচনাই অক্ষত অবস্থায় পাওয়া যায়নি। এ কারণে, তাদের সুস্পষ্ট বক্তব্য অনেক সময়ই অজানা রয়ে গেছে। তাদের সম্পর্কে আমরা জানতে পেরেছি পরবর্তী দার্শনিকদের ভাষ্য থেকে। এদের অনেকেই অবশ্য প্রাক-সক্রেটীয়দের বক্তব্য হুবহু তুলে ধরেছেন।
প্রাক-সক্রেটীয় দার্শনিকেরা প্রথাগত পৌরাণিক ব্যাখ্যাগুলো প্রত্যাখ্যান করেছিলেন। প্রকৃতির ঘটনাগুলো ব্যাখ্যার জন্যই আদিম যুগের মানুষেরা পুরাণের জন্ম দিয়েছিল। কিন্তু এই দার্শনিকরা সেগুলো নিজের বুদ্ধি ও প্রজ্ঞা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা চালিয়েছিলেন। তারা সবাইকে প্রশ্ন করেছিলেন:
- সবকিছু কোথা একে এলো?
- সবকিছু কি থেকে সৃষ্টি হয়েছে?
- প্রকৃতিতে প্রাপ্ত সকল জিনিসের বহুবচনের ব্যাখ্যা কি?
- প্রকৃতিতে গাণিতিকভাবে কিভাবে ব্যাখ্যা করা যায়?
এ ধরনের প্রশ্ন করার পাশাপাশি তারা অনেকগুলো মৌলিক সমস্যা এবং হেঁয়ালি নিয়ে চিন্তা করেছেন। এই চিন্তাধারাগুলোই পরবর্তী যুগের গণিত, বিজ্ঞান ও দর্শনের ভিত রচনা করে দিয়ে গেছে। সন্দেহ নেই, তাদের বিশ্বতাত্ত্বিক চিন্তাধারায় গলদ ছিল যেগুলো পরবর্তীকালে সংশোধিত হয়েছে। কিন্তু, সার্বিক বিচারে সে যুগের দর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রাক-সক্রেতীয় দার্শনিকবৃন্দ
- মিলেতুসীয় ধারা
- থেলিস (৬২৪ - ৫৪৬ খ্রিঃপূঃ)
- আনাক্সিমান্দ্রোস (৬১০ - ৫৪৬ খ্রিঃপূঃ)
- মিলেতুসের আনাক্সিমেনিস (৫৮৫ - ৫২৫ খ্রিঃপূঃ)
- পিথাগোরীয় ধারা
- ইরাক্লেইতোস (৫৩৫ - ৪৭৫ খ্রিঃপূঃ)
- এলেয়ার দার্শনিক ধারা
- ক্সেনোফানিজ (৫৭০ - ৪৭০ খ্রিঃপূঃ)
- পার্মেনিদেস (৫১০ - ৪৪০ খ্রিঃপূঃ)
- এলেয়ার জিনো (৪৯০ - ৪৩০ খ্রিঃপূঃ)
- মেলিসোস (৪৭০ খ্রিঃপূঃ - অজানা)
- বহুত্ববাদী ধারা
- এম্পেদোক্লেস (৪৯০ - ৪৩০ খ্রিঃপূঃ)
- আনাক্সাগোরাস (৫০০ - ৪২৮ খ্রিঃপূঃ)
- পরমাণুবাদী দর্শন
- লেউকিপ্পোস (পঞ্চম খ্রিস্টপূর্বাব্দ)
- দেমোক্রিতোস (৪৬০ - ৩৭০ খ্রিঃপূঃ)
- সোফিবাদ
- প্রোতাগোরাস (৪৮১ - ৪২০ খ্রিঃপূঃ)
- গোর্গিয়াস (৪৮৩ - ৩৭৫ খ্রিঃপূঃ)
- থ্রাসুমাখোস
- কাল্লিক্লেস
- ক্রিতিয়াস
- প্রোদিকোস
- ইপ্পিয়াস
- আন্তিফন
- লুকোফ্রন
- দিওগেনেস
সে যুগের অন্যান্য ব্যক্তিবর্গ
- গ্রিসের সাত মহাজ্ঞানী
- আরিস্তিয়াস (সপ্তম খ্রিস্টপূর্বাব্দ)
- ফেরেকুদেস (৫৪০ খ্রিঃপূঃ)
- আনাখার্সিস (৫৯০ খ্রিঃপূঃ)
- থেয়ানো (পঞ্চম খ্রিস্টপূর্বাব্দ)
বহিঃসংযোগ
- D. H. Th. Vollenhoven-এর History of the Presocratic Philosophers, অনুবাদ - H. Evan Runner
- Early Greek Philosophy and the Primary Substance
- Presocratic Philosophy