দিওগেনেস

দিওগেনেস ছিলেন গ্রিক দার্শনিক। তিনি খ্রিস্টপূর্ব ৪১২ অব্দে (মতান্তরে খ্রিস্টপূর্ব ৩৯৯) সিনোপে (বর্তমান তুরস্ক) জন্মগ্রহণ করেন। খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দে কোরিন্থে তিনি মৃত্যুবরণ করেন। তিনি বিরাগীদের মধ্যে সব চেয়ে বিখ্যাত হয়ে আছেন । তিনি ছিলেন অ্যান্টিস্থেনিসের একজন ছাত্র । ডায়োজেনিস একটি পিপার মধ্যে থাকতেন এবং তার কেবল একটি আলখাল্লা , একটি লাঠি আর রুটি রাখার একটি থলে ছিল বলে প্রসিদ্ধ আছে ।

দিওগেনেস
A 17th century depiction of Diogenes
জন্মc. ৪১২ খ্রি.পূ.
সিনোপ
মৃত্যু৩২৩ খ্রি.পূ. (প্রায় ৮৯ বছর)
Corinth
যুগপ্রাচীন দর্শন
অঞ্চলপশ্চিমা দর্শন
ধারাগ্রিক দর্শন, Cynicism
আগ্রহAsceticism, Cynicism
অবদানCynic philosophy
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.