পুঁটি

পুঁটি বা পুঁটিমাছ Cypriniformes বর্গের Cyprinidae গোত্রের অন্তর্গত একটি মিঠাপানির মাছ। এরা সাধারণতঃ আকারে ছোট এবং চ্যাপ্টা আকৃতির হয়। একটি পূর্ণ বয়স্ক পুঁটিমাছ ২৫ সেমি বা ১০ ইঞ্চির চেয়ে ছোট হয়[1]বাংলাদেশ, ভারত, মালদ্বীপ সহ প্রধানত দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার জলাশয়গুলিতে এদের দেখা মেলে। এদের গায়ে ডোরা, ফোঁটা বা দাগ দেখা যায়। এদের বাংলা নাম পুঁটি থেকে বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসে এই প্রজাতিগুলোর গণ নাম Puntius এসেছে।

পুঁটিমাছ
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: Actinopterygii
বর্গ: Cypriniformes
পরিবার: Cyprinidae
গণ: Puntius
প্রজাতি: P. sophore
দ্বিপদী নাম
Puntius sophore
(F. Hamilton, 1822)
প্রতিশব্দ

Systomus sophore (F. Hamilton, 1822)
Cyprinus sophore (F. Hamilton, 1822)
Barbus sophore (F. Hamilton, 1822)

প্রায় ১১০টি প্রজাতি রয়েছে

বিস্তৃতি

বাংলাদেশের পুঁটি

পুঁটিয়াস গণের মাছ দক্ষিণ এশিয়ায় পাওয়া যায়। পাকিস্তানের পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণপূর্ব এশিয়া পর্যন্ত পুঁটিয়াস গণের একটাই মাছ পাওয়া যায়। তবে প্রজাতির বৈচিত্র্য পাওয়া যায় বাাংলাদেশ এবং ভারতে। এই অঞ্চলে বিভিন্ন প্রজাতির পুঁটি মাছের দেখা মেলে।

চিত্র

তথ্যসূত্র

  1. "বাংলাপিডিয়ার পুঁটিমাছ নিবন্ধ"। ১৭ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০০৯


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.