বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস (ইংরেজি: Scientific Classification) বা জীববিজ্ঞান সম্পর্কিত শ্রেণীবিন্যাস হচ্ছে এমন একটি পদ্ধতি যার দ্বারা জীববিজ্ঞানীরা অর্গানিজমের প্রজাতিসমূহকে বিভিন্ন দল ও শ্রেণীতে ভাগ করেন। ক্যারোলাস লিনিয়াসকে আধুনিক শ্রেণীবিন্যাস তত্ত্বের জনক বলা হয়। তিনি প্রজাতিসমূহকে শারীরিক বৈশিষ্ট্যভেদে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেন।
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসের ভাগগুলি নিম্নরূপ: (বড় থেকে ছোট ক্রম অনুযায়ী)
প্রজাতি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম একক । বৈজ্ঞানিক নামকরণের ক্ষেত্রে গণ ও প্রজাতির নাম ব্যবহৃত হয় এবং হাতে লিখার সময় গণ ও প্রজাতির নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হয়। অথবা গাঢ় অক্ষরে লিখতে হয়।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.