পাপনাশম শিবন

পাপনাশম রামাইয়া শিবন (২৬ সেপ্টেম্বর, ১৮৯০ – ১ অক্টোবর ১৯৭৩) ছিলেন কর্ণাটকী সংগীতের অন্যতম স্রষ্টা ও গায়ক। ১৯৭০ সালে তিনি মাদ্রাজ মিউজিক অ্যাকাডেমির সংগীত কলানিধি পুরস্কার পান। ১৯৩০ ও ১৯৪০-এর দশকে তিনি একাধিক কন্নড়তামিল চলচ্চিত্রে সুরারোপও করেছিলেন।[1]

পাপনাশম শিবন
জন্ম
পাপনাশম রামাইয়া শিবন

২৬ সেপ্টেম্বর, ১৮৯০
পোলাগাম, তাঞ্জাভুর জেলা, মাদ্রাজ প্রেসিডেন্সি (অধুনা তামিলনাড়ু, ভারত)
মৃত্যু১ অক্টোবর ১৯৭৩(1973-10-01) (বয়স ৮৩)
পেশাগায়ক, সংগীতস্রষ্টা

শিবন পরিচিত তামিল ত্যাগরাজ হিসাবে। দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ভিত্তিতে তিনি যে গানগুলি রচনা করেছিলেন সেগুলি এম. কে. ত্যাগরাজ ভাগবতরএম. এস. সুব্বুলক্ষ্মীর কণ্ঠে জনপ্রিয়তা লাভ করেছিল।

১৯৬২ সালে তাঁকে সংগীত নাটক অকাদেমির পক্ষ থেকে ফেলোশিপ দেওয়া হয়।[2]

তথ্যসূত্র

  1. Mark Slobin (২৯ সেপ্টেম্বর ২০০৮)। Global Soundtracks: Worlds of Film Music। Wesleyan University Press। পৃষ্ঠা 122–। আইএসবিএন 978-0-8195-6882-3। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৩
  2. "SNA: List of Sangeet Natak Akademi Ratna Puraskar winners (Akademi Fellows)"। Official website।

টেমপ্লেট:SangeetNatakAkademiFellowship

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.