পতাকা দিবস

পতাকা দিবস হল পতাকা সম্পর্কিত ছুটির দিন - হয় এদিন কোনো একটি নির্দিষ্ট পতাকা ওড়ানো হয় (যেমন, জাতীয় পতাকা), অথবা এই দিন পালন করা হয় কোনো ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করার জন্য যেমন যেদিন কোনো জাতি তাদের জাতীয় পতাকা চয়ন করল।

ফারো দ্বীপপুঞ্জের ৫০তম পতাকা দিবস।

পতাকা দিবস সাধারণতঃ জাতীয় সাংবিধানিক স্বীকৃতি থাকে। আবার কখনো কখনো রাষ্ট্রপ্রধানের আদেশানুসারেও এই দিন পালিত হয়। যেভাবেই হোক না কেন, যে কোন পতাকা দিবসে পতাকা কি ভাবে ও কোথায় ওড়ানো হবে তার সুস্পষ্ট নির্দেশ থাকে (যেমন, অর্ধনমিত না পূর্ণদৈর্ঘ্য)। আবার কখনো কখনো প্রথাগত নির্বন্ধও থাকে।[1]

নির্দিষ্ট পতাকা দিবস সমূহ

দেশতারিখবিষদ
 আবখাজিয়া২৩শে জুলাইপতাকা দিবস।[2] সরকারিভাবে পতাকা নির্ধারণ হয় ২৩শে জুলাই ১৯৯২-এ।[3]
 আলবেনিয়া২৮শে নভেম্বরস্বাধীনতা দিবস, ১৯১২।
 আর্জেন্টিনা২০শে জুনবর্তমান পতাকার স্রষ্টা, ম্যানুয়েল বেলগ্রানোর মৃত্যু বার্ষিকী।
 Aruba১৮ই মার্চপতাকা দিবস। জাতীয় পতাকা চয়ন হয় ১৯৭৬ সালের ১৮ই মার্চ।
 অস্ট্রেলিয়া৩রা সেপ্টেম্বর১৯০১ সালের অস্ট্রেলিয়ার জাতীয় পতাকার প্রথম উত্তোলন দিবস।
 ব্রাজিল১৯শে নভেম্বর১৮৮৯ সালে স্বীকৃত ব্রাজিলের পতাকা দিবস।
 কানাডা
  •  Quebec
১৫ই ফেব্রুয়ারী
২১শে জানুয়ারি[4][5]
কানাডার জাতীয় পতাকা দিবসে কানাডার পতাকা নির্ধারিত হয়েছিল।
কুইবেক পতাকা দিবসে[6] (French: Jour du Drapeau) কুইবেকের পতাকা প্রথমবারের জন্য ওড়ানো হয়েছিল (১৯৪৮সালের ২১শে জানুয়ারি)।
 ডেনমার্ক১৫ই জুনকথিত আছে, এই দিনে ১২১৯ সালে এস্তোনিয়ার, লিন্ডানিসেতে "ভল্ডেমারের যুদ্ধে" নাকি "ডেনব্রগ"("Dannebrog") আকাশ থেকে পড়েছিল। আবার, এই দিনে প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২০ সালে ডেনমার্কে উত্তর স্লেসভিগের প্রত্যাবর্তণ হয়।
 ইকুয়েডর২৬শে সেপ্টেম্বর"জাতীয় পতাকা দিবস" ("Dia de la Bandera Nacional")। ১৮৬০ সালের গায়াকিল যুদ্ধের পর এই দিন ইকুয়েডরের পতাকা পুনঃপ্রতিষ্ঠিত হয়।
 ইংল্যান্ড২৩শে এপ্রিলসেন্ট জর্জ দিবস। ইংল্যান্ডের জাতীয় দিবস।
 ইস্তোনিয়া৪ঠা জুনজাতীয় পতাকা দিবস ("Eesti lipu päev")। ১৮৮৪সালে এইদিন ইস্তোনিয়ার পতাকা নির্ধারিত হয়।
 ইউরোপীয় ইউনিয়ন৯ই মেইউরোপ দিবস পালিত হয় শুম্যান ঘোষণার দিন।
 ফিনল্যান্ডমধ্যগ্রীষ্ম দিবসফিনল্যান্ডের পতাকা দিবস ("Suomen lipun päivä" or "Finlands flaggas dag") ১৯৩৪সাল থেকে প্রতিবছর পালিত হয়।
 ফারো দ্বীপপুঞ্জ২৫শে এপ্রিল
 হাইতি১৮ই মে
 ইতালি৭ই জানুয়ারিFesta del tricolore (তেরঙার উৎসব) হল ১৭৯৭সালে ইটালির পতাকা নির্ধারণের দিন।
 মেক্সিকো২৪শে ফেব্রুয়ারী
 পাকিস্তান১১ই আগস্টএই দিন পাকিস্তানের পতাকা গ্রহীত হয়।
 পেরু৭ই জুনআলফন্সো উগার্তের আত্মত্যাগ ও আরিকার যুদ্ধের বার্ষিকী।
 ফিলিপাইন২৮শে মেফিলিপাইন বিপ্লবের যুদ্ধে ১৮৯৮ সালে এই দিনে ফিলিপাইন্সের পতাকা যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হয়েছিল।
 পোল্যান্ড২রা মে২০০৪ সালে এই ছুটি ঘোষিত হয়।
 রোমানিয়া২৬শে জুন১৯৯৮ সালে এই দিনে ওয়ালাচিয়ান অন্তর্বর্তী সরকারের প্রথম ডিক্রি অনুযায়ী লাল-হলুদ-নীল তেরঙাকে জাতীয় পতাকা হিসাবে গ্রহীত হয়।
 Russian Federation২২শে আগস্ট১৯৯১ সালে সোভিয়েত সুপ্রিমের উপর সমসাময়িক পতাকা উত্তোলন স্মরণে।
 স্কটল্যান্ড৩০শে নভেম্বরস্কটল্যান্ডের জাতীয় দিবস, সেন্ট অ্যান্ড্রুজ ডে
 সুইডেন৬ই জুনঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে সুইডিশ পতাকা দিবস' ("svenska flaggans dag"), এবং ১৯৮৩ সাল থেকে সুইডেনের জাতীয় দিবস স্মরণে।
 যুক্তরাষ্ট্র১৪ই জুনযুক্তরাষ্ট্রের পতাকা দিবস commemorates adoption of the আমেরিকার পতাকার স্বীকৃতির স্মরণে।

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Gammage, Jeff (২০০৮-০৬-১৪)। "Flag Day loses importance but lives on in Phila"Philadelphia Inquirer। ২০০৮-০৬-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-১৪
  2. "Государственные праздники Республики Абхазия" (Russian ভাষায়)। Администрация Президента Республики Абхазия। ২০১০-০১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১০-৩১
  3. "Abkhazia (Georgia)"। FOTW Flags Of The World। সংগ্রহের তারিখ ২০০৯-১০-৩১ অজানা প্যারামিটার |da te= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  4. Jour du drapeau ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ জুন ২০০৯ তারিখে on the Mouvement national des Québécoises et des Québécois' website. (ফরাসি)
  5. Loi sur le drapeau et les emblèmes du Québec (Law on the flag and the emblems of Québec) on the Quebec Government's website. (ফরাসি)
  6. "An Act respecting the flag and emblems of Québec, R.S.Q. c. D-12.1"। CanLII। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-১০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.